Button Making Business : মাসিক আয় কমপক্ষে ৫০ হাজার! কী ভাবে শুরু করবেন বোতাম তৈরির ব্যবসা?

।। প্রথম কলকাতা ।।

Button Making Business : বোতাম হল এমন একটি জিনিস যা সারা বিশ্বে ব্যবহার করা হয়। এর বাজার কখনও ডাউন হওয়ার সম্ভাবনা নয়। কারণ পোশাক মানেই সেখানে বোতামের প্রয়োজনীয়তা রয়েছে। কিছু কিছু জামা কাপড়ে চেইন ব্যবহার করা হলেও শার্ট সহ আরও বিভিন্ন পোশাকে বোতামের ব্যবহার এখনও হচ্ছে এবং আগামীতেও হবে। এমনটাই আশা রাখছেন ব্যবসায়ীরা। এই ব্যবসা ঘরে বসে সামান্য পুঁজিতে করা সম্ভব। আর মাসের শেষে এই ব্যবসা থেকেই হাতে আসতে পারে কমপক্ষে ৫০ হাজার টাকা। অবশ্যই সেক্ষেত্রে ব্যবসার মার্কেটিং ভীষণভাবে গুরুত্ব রাখে।

* বোতাম তৈরির ব্যবসায় কত পুঁজি প্রয়োজন ?

মূলত বোতাম তৈরি করার জন্য প্রথম এবং সবথেকে গুরুত্বপূর্ণ উপাদান হল তার মেশিন। সেই মেশিন বিভিন্ন কোয়ালিটির এবং বিভিন্ন দামের হয়ে থাকে। তবে প্রথমে ছোট ব্যবসা হিসেবে বোতাম তৈরি শুরু করলে আপনাকে অন্ততপক্ষে কুড়ি থেকে ত্রিশ হাজার টাকা মূলধন রাখতে হবে। এছাড়াও বোতাম তৈরি করার জন্য প্লাস্টিকের দানা প্রয়োজন হয়।

* কী ভাবে শুরু করবেন বোতাম তৈরির ব্যবসা ?

অবশ্যই যে কোন ব্যবসা শুরু করতে গেলে আগে সেই কাজ ভালোভাবে শিখতে হয়। তবে এক্ষেত্রে একটা সুবিধা হল বোতাম তৈরি করা এমন কোন কঠিন কাজ নয় । কিছুদিন বিষয়টি পর্যবেক্ষণ করলে শিখে ফেলতে পারবেন আপনি। কিন্তু এই ব্যবসা চালানোর জন্য অবশ্যই কিছুটা কসরত করতে হবে আপনাকে। নিজের ব্যবসার প্রচার নিজেকেই করতে হবে। জোর দিতে হবে মার্কেটিং এর উপরে। মূল উদ্দেশ্য রাখতে হবে কাস্টমার ধরা।

১. এই ব্যবসায় খুচরো মাল বিক্রি করলে তেমন লাভ পাওয়া যায় না। তাই বড় বড় টেক্সটাইল কোম্পানিগুলির সঙ্গে যোগাযোগ করতে পারেন। তাদেরকে পাইকারি দরে দিতে পারেন বোতাম।

২. বড় দর্জির দোকান কিংবা ফ্যাশন হাউজগুলোতে পাইকারি মাল দেওয়ার বিষয়ে যোগাযোগ করতে পারেন।

৩. কলকাতার বড় বাজারে জামা কাপড়ের মার্কেটে এমন বহু দোকান রয়েছে যেখানে এই বোতাম বিক্রি করা হয়। তাদের কাছে আপনার তৈরি বোতাম গুলিকে প্যাকেট বন্দি করে বিক্রি করতে পারেন।

৪. অ্যামাজন, ফ্লিপকার্ট এর মতো ই-কমার্স সাইটগুলিতে নিজের বিজনেস অ্যাকাউন্ট তৈরি করে সেখানে বিক্রি করতে পারেন।

৫. এছাড়াও ব্যবসার প্রসারের জন্য facebook, instagram প্রভৃতি মাধ্যমগুলিতে বিজ্ঞাপন দিতে পারেন।

৬. অর্থাৎ এক কথায় বর্তমানে কোথায় এর চাহিদা বেশি রয়েছেন, কোথায় এই বোতাম বিক্রি করলে আপনি বেশি লাভ করতে পারবেন তা জানতে গেলে কিছুটা মার্কেট রিসার্চ করতে হবে।

* বোতাম তৈরির ব্যবসায় লাভ কত ?

এই ব্যবসাটিতে অল্প পুঁজি বিনিয়োগ করলেও লাভের পরিমাণ বেশ খানিকটা বেশি থাকে। কারণ একটি বোতাম তৈরির অটোমেটিক মেশিন ঘন্টায় প্রায় তিন থেকে পাঁচ কেজি বোতাম তৈরি করতে পারে। তাহলে হিসাব করে দেখুন সারা দিনে কত কেজি বোতাম তৈরি করা যাবে। প্রতি কেজি বোতাম তৈরি করতে ব্যবসায়ীর খরচ হবে বড় জোর ৫০ টাকা। কিন্তু সেই বোতাম প্রতি কেজি বাজারে বিক্রি করা যাবে ১০০ থেকে ১৫০ টাকায়। তার উপরে অবশ্যই কোয়ালিটি অনুযায়ী বোতামের দাম কম বেশি হবে। এছাড়াও চিরাচরিত ধরনের বোতাম সহ যদি বিভিন্ন ডিজাইনের বোতাম তৈরি করতে পারেন তবে সোনায় সোহাগা। এর সাহায্যে মাস গেলে পঞ্চাশ হাজার টাকা রোজগার করা এমন কোন বড় ব্যাপার হবে না। তবে এই ব্যবসায় অবশ্যই জোর দিতে হবে মার্কেটিংয়ের ওপরে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version