Russian Volcano Eruption: বরফের মাঝে রাক্ষুসে আগ্নেয়গিরি, ছিটকে আসছে গলিত লাভা! দেখলে হকচকিয়ে যাবেন

।। প্রথম কলকাতা ।।

Russian Volcano Eruption: বরফের মধ্যে আচমকা ফুঁসে উঠল রাক্ষুসে আগ্নেয়গিরি। যা ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) তুমুল ভাইরাল (Viral) হয়েছে। এই দৃশ্য দেখলে আপনি মুহূর্তের জন্য হকচকিয়ে যাবেন। এটি ঘটেছে রাশিয়ার (Russia) কামচাটকা উপদ্বীপে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশের এলাকা, চারিদিকে জমে গিয়েছে বিশাল ছাই মেঘের স্তূপ। এই অভাবনীয় দৃশ্য রেকর্ড হয়েছে ক্যামেরায়। চারিদিকে ধোঁয়ার মেঘ, তার মাঝে বরফের বরফ থেকে ছিটকে বেরোতে থাকে গলিত লাভা। চারিদিকে শ্বেত শুভ্র বরফের পাহাড় থাকলেও তার মধ্যে আগ্নেয়গিরির এই দৃশ্য দেখার মত।

রাশিয়ার সুদূর পূর্ব কামচাটকা উপদ্বীপের শিবলুচ আগ্নেয়গিরিতে মঙ্গলবার অগ্ন্যুৎপাত ঘটে। যার জেরে ১৫ কিলোমিটার পর্যন্ত আকাশে ছাইয়ে ঢেকে গিয়েছে। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত বিমান চলাচলের জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে। সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, রাশিয়ান অ্যাকাডেমি অফ সায়েন্সেসের ফার ইস্টার্ন ব্রাঞ্চের ইনস্টিটিউট অফ ভলকানোলজি অ্যান্ড সিসমোলজি বিমান চলাচলের জন্য সর্বোচ্চ লাল বিপদ সতর্কতা ঘোষণা করেছে। সতর্ক করা হয়েছিল যে উত্তপ্ত লাভার স্রোত রাস্তা অবরুদ্ধ করতে পারে। ইনস্টিটিউট আরও উল্লেখ করেছে যে আগ্নেয়গিরির ছাই ২০ কিলোমিটার পর্যন্ত যেতে পারে এবং পেট্রোপাভলভস্ক-কামচাটস্কি-উস্ট-কামচাটস্ক হাইওয়েকে অবরুদ্ধ করতে পারে। আগ্নেয়গিরি থেকে কয়েক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে আকাশ কালো মেঘে ঢেকে যায়।

কামচাটকা অঞ্চলের উস্ট-কামচাটস্কি জেলার ক্ল্যাচি গ্রামে ছাই পড়ে, যেখানে প্রায় ৪ হাজার লোক বাস করে। ক্ল্যাচি গ্রামে আগ্নেয়গিরির ছাইয়ের পুরুত্ব ৮.৫ সেন্টিমিটারে পৌঁছেছে। বিস্ফোরণের কারণে মঙ্গলবার কিছু স্কুল বন্ধ ছিল। শিবলোক কামচাটকার বৃহত্তম আগ্নেয়গিরিগুলির মধ্যে একটি, যার উচ্চতা ৩,২০০ মিটারেরও বেশি। এটি তিনটি প্রধান কাঠামো নিয়ে গঠিত – ওল্ড শিবলুচ আগ্নেয়গিরি, একটি প্রাচীন কালডেরা এবং সক্রিয় তরুণ শিবলুচ আগ্নেয়গিরি। তরুণ শিবলুচের সাম্প্রতিকতম বিস্ফোরণ ১৯৯৯ সালের ১৫ই আগস্ট শুরু হয়েছিল এবং ২০২১ পর্যন্ত অব্যাহত ছিল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version