।। প্রথম কলকাতা ।।
Lionel Messi: ২০১১ সালের মত ২০২৩-এও ভারতে আসতে পারতেন তিনি। একযুগ পর ফের এদেশে দেখাই যেত মেসি-ম্যাজিক। কিন্তু না, আরও একবার মেসিকে আনার সুযোগ হাতছাড়া হল। হতাশ হলেন মেসি-প্রেমীরা। ভারতের মাটিতে আপাতত আর পা পড়ল না বিশ্বজয়ী আর্জেন্টাইন মহাতারকার। ২০১১ সালে যুবভারতীতে মেসির আর্জেন্টিনা মুখোমুখি হয়েছিল ভেনিজুয়েলার। মেসির গোলে প্রীতি ম্যাচ জিতেছিল আর্জেন্টিনা। ফের সেই প্ৰতিছব্বি আরও একবার দেখা যেত। কিন্তু প্রস্তাব নাকচ করে দেয় এআইএফএফ-এ। অর্থের অভাবে লিওনেল মেসির ভারত-সফর বাতিল করে দেয় সর্বভারতীয় ফুটবল ফেডারেশন। আর্জেন্টিনা ভারতে খেলতে আসার জন্য ৩২-৪০ কোটি টাকা চেয়েছিল এআইএফএফ-এর কাছে। অল্পদিনের মধ্যে এই বিপুল অর্থ জোগাড় করা সম্ভব হয়নি। ফলে মেসির আর্জেন্টিনাকে স্বাগত জানাতে পারলেন না ভারতের ফুটবলপ্রেমীরা।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম