Euro 2024: পর্তুগালকে হারিয়ে রূপকথার ইতিহাস লিখলো জর্জিয়া

।। প্রথম কলকাতা ।।

 

Euro 2024: নিজেদের ফুটবল ইতিহাসে এবারই প্রথমবারের মতো ইউরো খেলছে জর্জিয়া। টুনার্মেন্ট শুরু হওয়ার আগে দলটির পরের রাউন্ডে যাওয়ার সম্ভাবনা দেখছিলো এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। টুনার্মেন্টে প্রথম ম্যাচে তুর্কির কাছে হার, দ্বিতীয় ম্যাচে চেক রিপাবলিকের সাথে ড্র। আজকে পর্তুগালের বিপক্ষে মাঠে নামার আগে সমীকরণ ছিল এরকম যে পরের রাউন্ডে যেতে হলে পর্তুগালের বিপক্ষে জয় ছাড়া কোন বিকল্প নেই। ফুটবল বিশারদ থেকে ভক্তরা সেটাকে অসম্ভব মনে করেছিল।

 

না তাদের আছে ফুটবলে সমৃদ্ধ ইতিহাস। না আছে তারকার মেলার দল। এক খভিচা খাভারথস্খেলিয়া বর্তমানে ফুটবলের সুপারস্টার, বাকিদেরকে অনেকেই চেনে না ফুটবলবিশ্ব। কিন্তু পর্তুগালের বিপক্ষে সেই অঘটনটাই তারা করে দেখিয়েছে। প্রথমার্ধে খেলা শুরুর মাত্র ২ মিনিটে ১-০ গোলে এগিয়ে যায় ইউরোপের ছোট্ট এই দেশটি। জর্জিয়া ফুটবল দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় খাভিচা খাভারাথস্খেলিয়ার পা থেকেই আসে প্রথম গোলটি।

 

দ্বিতীয়ার্ধে ৫৭ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন জর্জেস মিকাউতাদজে। একটা মাস্ট উইন ম্যাচে ফুটবলের ওয়ান অফ দ্যা গ্রেটেস্ট রোনাল্ডোর দলের বিপক্ষে জিতে পরের রাউন্ডে যাওয়া, এর চেয়ে সুন্দর রূপকথা হতেই পারে না। ফুটবল অসম্ভব সুন্দর। কারণ, এখানে অসম্ভবকে সম্ভব করার গল্প রচিত হয়। ফুটবল অনিশ্চয়তায় সুন্দর। কারণ, এখানে অনিশ্চিতভাবেই কাগজে কলমের ছোট দল কলম দিয়ে কাগজে রূপকথা লিখে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version