Cyclone Mocha: মোকা আসছে! সেন্ট মার্টিন দ্বীপের রাত কাটল কেমন করে?

।। প্রথম কলকাতা ।।

Cyclone Mocha: সাবধান! কক্সবাজার অতিক্রম করছে ঘূর্ণিঝড় মোকা। শনিবার রাতে সেন্ট মার্টিন দ্বীপের কী হাল হল জানেন? মোকার স্থলভাগে উঠে আসছে আর ঠিক কত ঘন্টা বাকি? মোকা কি সুপার সাইক্লোন? শেষ আপডেট কী? বাংলাদেশের আবহাওয়া অধিদফতরের পূর্বাভাসের সঙ্গে সঙ্গে এখন বহু মানুষ ফলো করছেন আবহবিদ মোস্তাফা পলাশের ফেসবুক পোস্টও কক্সবাজারে ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঝড়ো হাওয়া ও বৃষ্টি। কিন্তু সবথেকে বড় ঝুঁকির মধ্যে থাকা সেন্ট মার্টিন দ্বীপের মানুষের কী হল? তারা কেমন আছেন? মোস্তাফা পলাশ তাঁর পোস্টে বলেছিলেন রবিবার রাত ৩ টে থেকে সকাল ৮টার মধ্যে ঘূর্ণিঝড়ের অগ্রভাগ ছোঁবে সেন্ট মার্টিন দ্বীপকে। তবে তার জেরে কোনও বড় বিপদ হয়নি এখনও পর্যন্ত যা খবর। মারাত্মক আতঙ্ক ছিল বাসিন্দাদের মধ্যে। দ্বীপের বিভিন্ন গ্রাম থেকে আশ্রয়কেন্দ্রে ঠাঁই নেওয়া লোকজন চরম আতঙ্কে সময় পার করছেন। চোখের পাতা সারাটা রাত এক করতে পারেনি কেউ।

এদিকে মোকার প্রভাবে রাতেই কক্সবাজার শহর, সেন্ট মার্টিন, টেকনাফ ছাড়াও ভোলার মনপুরা, চরফ্যাশনসহ দ্বীপ ও চরাঞ্চলে হালকা বাতাস ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়। সকালে টেকনাফ এলাকায়ও দমকা হাওয়া বইতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে সাগর এমূহুর্তে উত্তাল রয়েছে। জোয়ারের জলও বেড়েছে রীতিমত। তাহলে মোকা কি সুপার সাইক্লোন হয়েই ঢুকবে বাংলাদেশে? পূর্বাভাস রয়েছে ঝড়ের প্রভাবে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারি (৪৪-৮৮ মিমি) থেকে অতিভারি (৮৯ মিমি) বর্ষণ হতে পারে। ভারি বর্ষণে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। কক্সবাজারের পাহাড়ি এলাকা থেকে স্থানীয়দের সরে যেতে প্রচার চালিয়ে আসছে সেখানকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা। তবে অনেক স্থানীয়রা সবটা জেনেও এলাকা ছাড়ছেন না বলে অভিযোগ।

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে দক্ষিণাঞ্চলের পাহাড়ি এলাকা ঝুঁকির মুখে রয়েছে। ঘূর্ণিঝড়ের পিক আওয়ার হবে দুপুর ১২টা থেকে ৩টার মধ্যে। আবহবিদরা আশঙ্কা প্রকাশ করে বলছেন এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কক্সবাজার ও চট্টগ্রামে স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট বেশি উচ্চতার জ্বলোচ্ছাসে প্লাবিত হতে পারে। এখন বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ১৯০ কিলোমিটার, যা দমকা বা ঝোড়ো হাওয়া আকারে ২১০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। আবহবিদদের মতে ঘূর্ণিঝড়টি বর্তমানে যে স্থানে অবস্থান করছে তাতে মোকা সুপার সাইক্লোন হওয়া সম্ভব নয়৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version