Morocco Earthquake: মরক্কোর ভূমিকম্পে বড় ঘোষণা মোদীর, তুরস্কের ছবি এ যেন হুবহু!

।। প্রথম কলকাতা ।।

Morocco Earthquake: তুরস্কের ছায়া মরক্কোয় ভয়ানক ভূমিকম্প এ কী হাল? মোদী জি২০র মাঝেই বড় ঘোষণা করে দিলেন। একের পর এক গ্রাম ধ্বংস। এ ছবি দেখলে বুক কাঁপবে আপনার। একটা কম্পনে ধ্বংস ইউনেসকোর হেরিটেজ। উত্তর আফ্রিকার দেশটায় মধ্যরাতে বিভীষিকা। ভূমিকম্পে কার্যত তছনছ হয়ে গেল গোটা একটা দেশ। বাড়ি তাসের ঘরের মতো ভাঙছে, রাস্তা চওড়া চওড়া ফাটল। ভাইরাল ছবিগুলো দেখলে মনে হচ্ছে এ তো যেন সেই ভূমিকম্প বিদ্ধস্ত তুরস্ক হুড়মুড় করে ধসে পড়ছে বড় বড় বহুতল।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬৩০ জনের মৃত্যু খবর পাওয়া গিয়েছে কিন্তু মৃত্যুমিছিল আরও বাড়বে আশঙ্কা এমনই স্থানীয় প্রশাসনের। তবে মরক্কো যখন কাঁদছে কার্যত তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিলেন সাহায্যের আশ্বাস মোদী লিখেছেন, ভূমিকম্পে যারা তাদের প্রিয়জনদের হারিয়েছেন তাদের প্রতি আমার গভীর সমবেদনা ভারত মরক্কোকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত একই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন মোদী। অবশ্য ভুমিকম্পের খবর পেতেই কার্যত রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমীর পুতিন সৌদি আরব, আরব আমিরাত ও মিশরের তরফ থেকে শোকজ্ঞাপন করা হয়।

রিপোর্ট বলছে উত্তর আমেরিকার ভূতত্ত্ব সর্বেক্ষণ বিভাগ জানিয়েছে রাত ১১টার একটু পরে মরক্কোর মারাকাশ শহরের ৭১ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে কম্পন অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল মাটি থেকে সাড়ে ১৮ কিলোমিটার গভীরে। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৮। এখন সবথেকে বড় প্রশ্ন হল কারা এসময় পাশে দাঁড়াবে এসময় মরক্কোর? মারাকাশ ইউনেসকোর হেরিটেজ হিসেবে ঘোষিত। জোরালো ভূমিকম্প আঘাত হানার পরই তাসের ঘরের মতো ভেঙে পড়ে মারাকাশের একাধিক বাড়ি। ভাঙা বাড়ির নীচে চাপা পড়ে মৃত্যু হয়েছে অনেকের। ধ্বংসস্তূপে এখনও অনেকের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এরই মধ্যে কার্যত একটা স্বস্তির খবর এই যে এখন সুনামির কোনও আশঙ্কা নেই। তবে কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে পর্তুগাল এবং আলজিরিয়াতেও তা অনুভূত হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version