Ram Mandir: মোদীর রামমন্দির নিয়ে বড় ঘোষণা! ২০২৪ আগে প্ল্যান চেঞ্জ বিজেপির? কী ভোকাল টনিক দিলেন নমো

।। প্রথম কলকাতা ।।

Ram Mandir: রামমন্দির নিয়ে নরেন্দ্র মোদীর বড় ঘোষণা! মানতেই হবে শুধু রামমন্দিরেই ভরসা নয় কেন এমনটা বললেন নমো?  তাহলে লোকসভা নির্বাচনের আগেই কী রামমন্দির উদ্বোধন! মোদী ফাঁস করে দিলেন ২০২৪ সেই লেভেলে জেতার চাবিকাঠি কি? বিদেশের একের পর এক ছক্কা৷ দেশে ফিরেই রাজনীতির হাল শক্ত হাতে ধরে ফেলেছেন নমো। বিজেপির নেতা-মন্ত্রী স্পষ্ট বলে দিলেন শুধু রামমন্দিরের সফলতা তুলে ধরে হাতের ওপর হাত গুটিয়ে বসে থাকলেই হবে না। তাহলে কী রামমন্দিরের গুরুত্বের ওপরই শুধু ভরসা নয়? নাকি অন্য রাজনৈতিক দান। ২০২৪ লোকসভা নির্বাচন৷ বিজেপি কী তাদের নির্বাচনী প্রচারের গোটা প্লটটাই বদলে দেবে?

তৃতীয় বার মোদী সরকার ক্ষমতায় এলে জাপান, জার্মানিকে টপকে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে ভারত। ভারত বা ভারতবাসী আর কী পেতে পারে এখনই হিসেব পরিস্কার করে দিয়েছেন নমো। বিশেষজ্ঞদের দাবি, অনেকেই মনে করছেন ২০২৪ সালে তো ফের মোদীই আসছে এটা কী বড় ব্যাপার। কিন্তু প্রধানমন্ত্রী স্বয়ং ওভার কনফিডেন্ড হওয়া নিয়ে সতর্ক করে দিলেন৷ তথ্য বলছে এনডিএ সাংসদদের সঙ্গে সঙ্গে দফায় দফায় বৈঠকে বসছেন মোদী। লোকসভায় এনডিএ জোটের ৪৩০ জন সাংসদকে মোটি ১১টি দলে ভাগ করা হয়েছে। আগামী দশ দিনের মধ্যেই নানা সময়ে এই ১১টি দলের সঙ্গে বৈঠক বসার পরিকল্পনা রয়েছে প্রধানমন্ত্রীর। সোমবার উত্তরপ্রদেশের সাংসদদের সঙ্গে বৈঠককেই দেন ভোকাল টনিক আর নমোর এধরণের বার্তার পর অনেকেই কার্যত গা থেকে ঘুন ঝেড়ে চাঙ্গা হয়ে উঠছেন বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকরদের।

কী বললেন নমো?

শুধু রামমন্দির নিয়ে ব্যস্ত থাকলেই চলবে না সাধারণ মানুষের সঙ্গে আরও বেশি যোগাযোগ রাখতে হবে। তাঁদের সমস্যার সমাধান করতে হবে। বিয়েবাড়ির মতো অনুষ্ঠানে গিয়েও মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে। নরেন্দ্র মোদীর আবারও বুঝিয়ে দিলেন দেশের মানুষই শেষ কথা বলবে। বিশেষজ্ঞদের দাবি, লোকসভা নির্বাচনের আগেই সম্ভবত উদ্বোধন করা হতে পারে রামমন্দির। রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠা মহোত্সবে নমোকে আমন্ত্রণ জানায় রাম জন্মভূমি ট্রাস্ট। ১৫-২৪ জানুয়ারির মধ্যে সময় চাওয়া হয়েছে প্রধানমন্ত্রীর।

রাজনৈতিক বিশেষজ্ঞদের দাবি, ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগেই অযোধ‌্যায় নবনির্মিত রামমন্দিরের উদ্বোধন হতে পারে বলে বিভিন্ন তরফে ইঙ্গিত মিলেছে এমনটা হলে এর বড় ইতিবাচক প্রভাব পড়বে লোকসভা নির্বাচনে বিজেপির ভোটে। তবে শুধুমাত্র যাতে রামমন্দিরের ওপরই ভরসা করে না বসে থাকে নেতা মন্ত্রীরা জনসংযোগের কাজ যাতে একশ গুণ মনোযোগ সহকারে করা হয় আবার জলের মতো পরিস্কার করে দিলে প্রধানমন্ত্রী।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version