অরুনাচল নিয়ে মোদীর বড় ঘোষণা! শান্ত হতে বলল চীন, অসন্তুষ্ট কেন বাইডেন?

।। প্রথম কলকাতা ।।

অরুনাচল নিয়ে বড় বয়ান প্রকাশ্যে মোদীর। দিল্লিকে শান্ত থাকার মেসেজ দিল চীন। কাটা ঘায়ে কীভাবে নুনের ছিটে দিচ্ছে আমেরিকা? জানেন নিশ্চিত হয়ে গেল জিনপিংয়ের জি২০র প্ল্যান। আমেরিকার তো দিল্লির পাশে থাকার কথা ছিল কিন্তু সেটা কি বাস্তবে হচ্ছে শি জিনপি জি২০ সম্মেলনে না এলে তাতে আমেরিকার রুষ্ট। যেখানে একে অপরকে কখনও তাইওয়ান তো কখনও রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়েলা গাতার হামলা করার হুমকি দিচ্ছে। অনেকেই বলছেন এ তো উলোটপুরান।

ঠিক কী ঘটল জি২০র প্রাককালে অঙ্ক গুলিয়ে যাবে না তো। জানতে হলে একটু গভীরে ঢুকতেই হবে। অরুনাচল প্রদেশের বিতর্কিত ম্যাপ নিয়ে মুখ খুললেন ভারতের প্রধানমন্ত্রী ঠিক কী বললেন ওপার থেকে চীন ফের ওয়ার্নিং দিল ভারতকে। ভারত যাতে সীমান্ত ইস্যু নিয়ে মাথা ঠান্ডা রাখে। এর মানে প্রথমে উস্কানি তারপর দিল্লি তাতে প্রতিক্রিয়া দেওয়ার পর এমন কিছু বয়ান যাতে দিল্লিকে ডাবল উস্কে দেওয়া যায় কিন্তু বাইডেন কেন অসন্তুষ্ঠ জিনপিং জি২০ সম্মেলনে না আসায় কার্যত নিজের মুখেই এমন কথা জানিয়েছেন তিনি। বিবিসি রিপোর্ট বলছে তাঁর দাবি, আমি খুবই অসন্তুষ্ট তবে শিগগিরিই আমাদের দেখা হবে ভারতের মাটিতে। বাইডেন জিনপিন সাক্ষাত না হলেও নভেম্বর মাসে সানফ্রান্সিসকোতে দেখা হবে দুজনের।

অরুনাচল প্রদেশ, কাশ্মীরে ধরে ধরে জি২০র এক একটা মিটিং রেখেছিল ভারত। তাতে চীন ও পাকিস্তানের আপত্তি কার্যত উড়িয়ে দিলেন মোদী। পরিস্কার ভাষায় বলে দিলেন এটা খুব স্বাভাবিক যে একটা দেশের সব অংশেই মিটিং রাখা হবে। কূটনৈতিক মহলের দাবি এখানেই ঘুরিয়ে চীনকে সপাটে জবাব দিলেন নমো। বিতর্কিত ম্যাপে যেখানে অরুনাচল প্রদেশকে নিজেদের বলে দাবি করেছিল বেজিং সেখানে মোদী খুব সহজভাবে বলে দিলেন অরুনাচল তো ভারতেরই অংশ। এটা নিয়ে এত মাতামাতি করার কী আছে। চীন ম্যাপ প্রকাশ করার পরই কার্যত কড়াভাবে ভারতের বিদেশমন্ত্রী বলে দেন এটা ওদের চিরকালের স্বভাব। তার ঠিক পরেই চীনের বিদেশমন্ত্রকের মুখপাত্র ওয়াং ওয়েনবিনের দাবি এটা তো রুটিন এক্সারসাইজ ছিল আমরা আশা করব। এ নিয়ে মাথা শান্ত রাখবে প্রতিবেশী দেশ। প্রথমত মোদী সরকারকে বিরোধীরা এ সুযোগে লাগাতার আক্রমণ করলে বিলো দ্য বেল্ট গিয়ে ভারত চীনের কোনও উস্কানিতেই পা দেয়নি আর মোদীর বর্তমান বক্তব্য এটা স্পষ্ট করে দিল অরুনাচল নিয়ে জি২০র আগে যতই হাওয়া গরমের চেষ্টা জিনপিং করুন না কেন তাতে কোনও লাভ হবে না।

 

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version