।। প্রথম কলকাতা ।।
Cyclone Mocha: মোকা বাংলাদেশর উপকূলেই আছড়ে পড়বে। সুপার সাইক্লোন পরিণত হওয়ার রিস্ক রয়েছে মোকার। ১৩০-১৬০ কিলোমিটার প্রতি ঘণ্টায় ল্যান্ডফলের রিস্ক। নতুন কোন আপডেট জানাচ্ছে বাংলাদেশের হাওয়া অফিস? তাহলে কি মিলে যাচ্ছে আবহবিদ মোস্তফা পলাশের আশঙ্কাই? বাংলাদেশ কীভাবে প্রস্তুত হচ্ছে এবার? ঘূর্ণিঝড় আছড়ে পড়ার গতিবেগ ১৩০-১৬০ কিলোমিটার।বাংলাদেশের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোকা’।
সাইক্লোন মোকাবিলায় সতর্কতা জারি করেছে হাসিনা সরকার। বুধবার সকালেই আবহাওয়া অধিদফতর জানিয়েছে সাইক্লোন মোকা সুপার সাইক্লোনের রূপ নিতে পারে। দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও কাছাকাছি এলাকায় থাকা নিম্নচাপটি ঘনীভূত হয়ে একই এলাকায় গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। আগামী ১৩ মে রাতে অথবা ১৪ মে ভোরে কক্সবাজার ও টেকনাফ এলাকায় আঘাত হানবে ঘূর্ণিঝড় মোখা। রবিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আছড়ে পড়তে পারে। এর অগ্রবর্তী অংশ আরও ১২ ঘণ্টা আগেই বাংলাদেশকে স্পর্শ করবে। গতিবেগ হবে ১৩০ থেকে ১৬০কিলোমিটার। যার জেরে তুমুল ক্ষয়ক্ষতির আশঙ্কাই করছেন বহু মানুষ৷
একইসঙ্গে অনেকেই বলছেন একই পূর্বাভাস কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ুবিষয়ক পিএইচডি গবেষক মোস্তফা কামাল পলাশও দিয়েছিলেন তবে বাংলাদেশ প্রস্তুতি নেওয়ার কোনও ফাঁক রাখেনি বলে দাবি। বাংলাদেশের চারটি সমুদ্রবন্দরকে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। সেই সঙ্গে উপকূলের কাছাকাছি থাকে বলা হয়েছে। মাছ ধরার নৌকার ও ট্রলারগুলোকে জানিয়েছেন আবহাওয়া অধিদফতরের ডিরেক্টর আজিজুর রহমান। বাংলাদেশ সরকার জানাচ্ছে। তারা সবদিক থেকেই প্রস্তুত রয়েছে। সেনা, নৌ, কোস্টগার্ড অ্যালার্টে রয়েছে। চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় আশ্রয় কেন্দ্রে অবস্থানকারীদের জন্য নগদ ২০ লাখ টাকা, চাল এবং শুকনা খাবার পাঠানো হয়েছে পাশাপাশি গভীর সমুদ্র থেকে সব নৌযানকে সরিয়ে আনা হয়েছে।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম