Mobile Back Cover Printing: মুঠোফোনই দেবে আইডিয়া! দারুন চাহিদায় ফোন কভার প্রিন্টিং বিজনেস

।। প্রথম কলকাতা।।

Mobile Back Cover Printing: স্মার্টফোন ব্যবহার করেন না বর্তমানে এইরকম মানুষের সংখ্যা হাতে গুনে বলে দেওয়া যায়। কারণ সকলের কাছেই রয়েছে একটা স্মার্ট ফোন। আর সেই ফোনকে সাজিয়ে তোলার জন্য, পাশাপাশি সুরক্ষিত রাখার জন্য ভীষণভাবে চাহিদা রয়েছে মোবাইলের ব্যাক কভারের। যেখানে নতুনত্ব সেখান থেকে আরও কিছু নতুন তৈরি করার প্রচেষ্টা। এটাই তো ব্যবসা। এইভাবেই এখন মোবাইলের কভারে নিজের কিংবা প্রিয়জনের ছবি অথবা কোন পছন্দের ছবি প্রিন্ট করার বিষয়টি ভীষণ ট্রেন্ডিং।

এটা কিন্তু লাভজনক এক ধরনের ব্যবসা হয়ে দাঁড়াতে পারে। মোবাইল কাভারসহ সেটা প্রিন্ট যদি করে দেওয়া যায় কাস্টমারকে তাহলে অবশ্যই বিষয়টি মানুষের নজর কাড়বে। আর তা থেকে মাসের শেষে আসতে পারে মোটা অঙ্কের মুনাফা। তাই আপনি কম্পিউটার বিষয়ে দক্ষ থাকলে অবশ্যই এই ব্যবসার কথা ভেবেচিন্তে দেখতে পারেন। মোবাইল কাভার যেমন বিক্রি করা হয় ঠিক তেমনি তার উপরে প্রিন্ট করে বিক্রি করা হবে, যেটা মার্কেটে বিকোবে বেশ ভালো দামে।

* কতটা ইনভেস্টমেন্ট প্রয়োজন মোবাইল ব্যাক কভার প্রিন্টিং ব্যবসা ?

ফোনের ব্যাক কভারে প্রিন্ট করতে গেলে বেশ কয়েকটা মেশিনের প্রয়োজন। আর প্রয়োজন হলে একটি কম্পিউটারের। মেশিন বলতে সাবলিমেশন প্রিন্টার মেশিন, সাবলিমেশন পেপার, সাবলিমেশন কালি প্রভৃতি। ওই মেশিন গুলি কিনতে গেলে সর্বমোট ৩০ থেকে ৫০ হাজার টাকা খরচ পড়বে। একবার মাঝারি অঙ্কের এই ইনভেস্টমেন্ট করে নিতে পারলে বেশ কয়েক বছর নিশ্চিন্তে ব্যবসা করতে পারবেন যেকোনো ব্যবসায়ী।

* মোবাইল ব্যাক কভার প্রিন্টিং বিজনেসের মার্কেটিং

যেকোনো ব্যবসার জন্য সবথেকে বেশি প্রয়োজন হল মার্কেটিং। এর জন্য শুধুমাত্র অফলাইনের উপর ভরসা রাখলে হবে না। অনলাইনেও বিজ্ঞাপন করতে হবে নিজের ব্যবসার। যেমন আপনি নিজের facebook, instagram কে ব্যবসার জন্য কাজে লাগান বিভিন্ন অনলাইন শপিং ওয়েবসাইট যেমন ফ্লিপকার্ট, amazon, স্ন্যাপডিল এইগুলিতে নিজের প্রোডাক্ট বিক্রি করার জন্য অ্যাড দিতে পারেন। এছাড়াও পাইকারি রেটে বড় বড় ফোনের দোকানগুলিতে যোগাযোগ করতে পারেন। হয়ত ব্যবসার শুরুর দিকে মার্কেট ধরতে কিছুটা সময় লাগবে কিন্তু এই ব্যবসার ক্ষেত্রে সোশ্যাল মিডিয়া মার্কেটিং কিন্তু ভীষণ ভালো একটি বিকল্প।

* এই ব্যবসা কতটা লাভজনক ?

এই ব্যবসাটি হঠাৎ করে ডাউন হয়ে যাওয়ার মত কোনরকম সম্ভাবনা নেই। বরং এর জনপ্রিয়তা ভবিষ্যতে আরও বৃদ্ধি পাবে। সেই হিসেবে আপনি যদি ৩০ থেকে ৫০ হাজার টাকা বিনিয়োগ করে ব্যবসাটি শুরু করেন তবে প্রতি মাসে কম করে হলেও ১০ থেকে ১২ হাজার টাকা উপার্জন করতে পারবেন এর মাধ্যমে। শুরুর দিকে হয়তো লাভের পরিমাণ কিছুটা কম থাকবে, তবে ধৈর্য ধরে মার্কেট ক্যাপচার করতে পারলে প্রতিমাসে উপার্জনের পরিমাণ ক্রমশ বাড়তে থাকবে। এর জন্য আপনাকে মার্কেট রিসার্চ করতে হবে। মার্কেটে কতটা হাই রেটে ব্যাক কভার প্রিন্টিং এর ব্যবসা চলছে, আপনি নিজের লাভ রেখে কতটা কম দামে এই কভার বিক্রি করতে পারবেন সবকিছুর উপর নির্ভর করবে আপনার ব্যবসার লাভ। অর্থাৎ কিছুটা সময় এই ব্যবসার পিছনে ব্যয় করলে অবশ্যই তা আপনার জন্য লাভজনক হিসেবে প্রমাণিত হতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version