Misty Singh: মিষ্টি- রেমোর রাজকীয় বিয়েতে কী কী ছিল? হবু বরকে চিনুন

।। প্রথম কলকাতা ।।

Misty Singh: মিষ্টি -রেমোর রূপকথার বিয়ে রাজকীয় সেই আয়োজনে কী কী ছিল জানেন? সঙ্গীত থেকে বিয়ের আসরে একের পর এক চমক। মিষ্টির লেহেঙ্গায় বিশেষত্ব কী? বিয়ের মেনুতে কী কী ছিল? মিষ্টির বর রেমোকে চেনেন নাকি? নতুন জীবন শুরু করলেন অভিনেত্রী মিষ্টি সিং ও রেমো দাস। কিন্তু সেই বিয়ের আয়োজন ছিল রাজকীয়। টলিউডের অনান্য বিয়ের আয়োজনকে হার মানাতে বাধ্য। অনান্য সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এমনটাই বলছেন দর্শকদের একাংশ।

১৪ বছরের পুরোনো প্রেমিকের সঙ্গে চার হাত এক হল মিষ্টির। বৃহস্পতিবার শহরের এক পাঁচতারা হোটেলে বসেছিল এই বিয়ের আসর। মন্ত্রোচ্চারণের মাধ্যমে বিয়ে করেননি রেমো-মিষ্টি। তবে আইনি বিয়ের পাশাপাশি আংটি বদল মালাবদল ও সিঁদুরদান সেরেছেন জুটি। মালাবদলের সময় কেঁদে ফেলেন নতুন কনে। বাঙালি বধূর সাজ নয় মিষ্টির বিয়ের সাজের বিশেষত্ব কী ছিল। একটু রাজপুত স্টাইলে সাজেন মিষ্টি। কোন রানির থেকে কম সুন্দরী লাগছিল না তাঁকে বলছেন অনেকেই ।

ইস্টার্ন বাইপাসের ঝাঁ চকচকে হোটেল তখন আলোয় ঝলমলে বধূর বেশে এন্ট্রি নিলেন মিষ্টি সিং। লাল লেহেঙ্গায় ঝলমল করলেন মিষ্টি। সঙ্গে সবুজ কুন্দনের হার। সাথে মাথাপট্টি, নথনি খোলা চুল,ভারী গয়নায় নিজেকে সাজিয়েছিলেন মিষ্টি। বউয়ের সঙ্গে রং মিলিয়েই সেজেছেন রেমো। অফ হোয়াইট-লাল শেরওয়ানি সঙ্গে লাল রঙা ওড়না।

টলিপাড়ার পরিচিত মুখ রেমো রিয়েল এস্টেটের ব্যবসা রয়েছে তাঁর। একটি প্রোডাকশন কোম্পানিও রয়েছে মিষ্টির বরের। বিয়ের মণ্ডপে একেবারে জমকালো প্রবেশ রেমোরও। বাজনা থেকে শুরু করে নাচ-গান আরও কত কী বিয়ের মেনুতে কী থাকছে? অভিনেত্রী আগেই এই সংবাদমাধ্যমে জানিয়েথছিলেন তাঁর বিয়েতে সবরকম খাবার থাকছে। তবে কন্টিনেন্টালই বেশি গরমে একেবারে হালকা মেনু চিকেন, ফিশ, মাটন, প্রন সবই ছিল তবে খুব হালকা রান্না।

মিষ্টির বিয়েতে একবারে চাঁদের হাট। মিষ্টির ঘনিষ্ঠ বান্ধবী তৃণা এদিন ঝলমল করলেন রুপোলি লেহেঙ্গায় প্রিন্টেট শাড়িতে নবদম্পতির সঙ্গে ছবি তোলেন। দেবচন্দ্রিমা নাচ-গান,খানা-পিনায় জমজমাট ছিল এদিনের অনুষ্ঠান
কাছের বন্ধু ও পরিবারকে পাশে নিয়ে দাম্পত্যের পথে পা বাড়ালেন মিষ্টি-রেমো। তাঁদের বহুদিনের প্রেম। প্রায় ১৪ বছরের সম্পর্ক রেমো ও মিষ্টির। ইন্ডাস্ট্রির অনেকেই জানতেন। তবে নিজেরা কোনওদিনও সেভাবে প্রকাশ্যে আনেননি ভালবাসা। তবে প্রেম পূর্ণতা পেল এ দিন সন্ধেয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version