Miss World 2023: ভারতে এবার মিস ওয়ার্ল্ড, দেশের হয়ে লড়াই করবেন এই সুন্দরী

।। প্রথম কলকাতা ।।

Miss World 2023: ২৭ বছর পরে আবার ভারতে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা। দেশের হয়ে লড়াই করবেন এই সুন্দরী। শুধু রূপ নয়! তাঁর গুণও আপনাকে মুগ্ধ করবে। ২১ বছরের এই রূপকথার পরীকে চেনেন? টোনড ফিগারে মনে আগুন জ্বালাবে আপনারও। আলিয়া – দিপীকা, এনার কাছে বলি নায়িকারাও ফেল। ভারত এমন একটি দেশ যে ৬ বার মিস ওয়ার্ল্ডের শিরোপা জিতেছে। কোন গুণ থাকলে তবেই মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নেওয়া যায়? ১৯৬৬ সাল, রিতা ফারিয়াকে মনে আছে? প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড। রিতাই হলেন প্রথম ভারতীয় মহিলা যিনি সৌন্দর্যের আন্তর্জাতিক মঞ্চে ভারতকে সেরার সেরা জায়গাটা দিয়েছিলেন। লন্ডনের লাইসিয়াম বলরুমে দর্শক উপচে পড়েছিল। সেখানেই ইতিহাস সৃষ্টি করেন ২৩ বছর বয়সী এই ভারতীয় নারী।

এরপর একে একে ঐশ্বর্য্য রাই বচ্চন, ডায়ানা হেডেন যুক্তামুখী, প্রিয়াঙ্কা চোপড়া, মানুষী চিল্লার, শুধু দেখতে সুন্দর হলেই মিস ওয়ার্ল্ড হওয়া যায় না, প্রথম ভারতীয় মিস ওয়ার্ল্ড রিতা ফারিয়া ছিলেন একজন চিকিৎসক। সৌন্দর্যের পাশাপাশি তাঁর বুদ্ধি নজর কেড়েছিল বিচারকদের। ২১ বছরের মিস ইন্ডিয়া সিনি শেট্টিই এবার বিশ্ব সুন্দরীর মঞ্চে। তিনিও কিছু কম যান না! জানেন এই কন্যার পরিচয়? সিনি বর্তমানে কর্ণাটকের বাসিন্দা। যদিও সিনির জন্ম মুম্বইতে। মিস ইন্ডিয়ার আগে তিনি মিস ট্যালেন্টের পুরস্কারও পেয়েছিলেন।

উচ্চতায় ৫ ফুট ৯ ইঞ্চি রূপের ছটা শুধু নয়। চুলের ঘনত্ব আপনার নজর কাড়বেই। ছোটবেলা থেকেই অভিনয় ও নাচের প্রতি তার শখ। ৪ বছর বয়সে ভরতনাট্যম শিখতে শুরু করেন।১৪ বছর বয়স পর্যন্ত তিনি মঞ্চেও অভিনয় করেছেন। স্কুল জীবনের গণ্ডি শেষ করে অ্যাকাউন্টিং এবং ফিন্যান্সে বি.কম করেন তিনি। স্নাতক শেষ করে বসে থাকেননি সুযোগ পেয়ে যান একটি প্রাইভেট ফার্মে। সেখানে প্রোডাক্ট এক্সিকিউটিভ হিসেবে কাজ শুরু করেন সিনি।

সিনি মডেল হিসাবে ক্যারিয়ার শুরু করেন যখন তিনি কলেজে পড়তেন। অনেক কম বয়স থেকেই মডেলিং এর ভিত মজবুত করেছেন সিনি। মডেল হিসাবে তিনি বিভিন্ন ব্রান্ডের সাথে কাজ করেছেন যেমন প্যান্টালুনস, সুগার, গ্লোবাল দেশি। সিনির লাস্যময়ী ফিগার, মায়াবী চাউনি দেখে রাতের ঘুম যায় অনেকেরই। কর্নাটকের এই সুন্দরী মিস ইন্ডিয়া হয়েছেন ২০২২-এ। প্রিয়াঙ্কা চোপড়া তাঁর কাছে অনুপ্রেরণা। সিনি সোশ্যাল মিডিয়ায় বেশ অ্যাক্টিভ। ইনস্টাগ্রামে ফলোয়ার্সের সংখ্যা প্রচুর। বাবা সদানন্দ শেট্টি একজন হোটেল ব্যাবসায়ী, মা গৃহবধূ দুজনেই সিনিকে কোনদিনও বাধা দেননি। নিজের ইচ্ছে মতন জীবনে এগিয়ে গিয়েছেন এই দক্ষিণী সুন্দরী।

এত বছর পর ভারতে মিস ওয়ার্ল্ড অনুষ্ঠিত হওয়ায় উচ্ছ্বসিত গোটা দেশ। শোনা যাচ্ছে আগামী ডিসেম্বর মাসেই বিশ্বসেরা বিউটি পেজেন্ট শুরু হবে। ১৩০টি দেশ অংশ নেবে ওই অনুষ্ঠানে। এবার কি দেশের মুখ উজ্জ্বল করতে পারবেন এই অংশগ্রহণকারী? নিজের উপর বিশ্বাস রাখতে হবে। জীবন যেটুকু সুযোগ দিচ্ছে সেই সব সুযোগের সদ্ব্যবহার করতে হবে। বিশ্বাস করেন দক্ষিণের এই রাজকন্যে। সিনির স্বপ্নের সঙ্গে গোটা দেশবাসীর স্বপ্ন পূরণ হোক।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version