Mizoram 2023 Assembly Election: মণিপুর অস্ত্রেই বাজিমাত! ভোট গণনায় জোর টক্কর, পিছিয়ে MNF

।। প্রথম কলকাতা ।।

Mizoram 2023 Assembly Election: গেরুয়া ঝড়ে মেতেছে তিন রাজ্য। মধ্যপ্রদেশ, ছত্রিশগড় আর রাজস্থান গিয়েছে বিজেপির পকেটে। তেলঙ্গানা জিতে সন্তুষ্ট থাকতে হয়েছে কংগ্রেসকে। ৪ ডিসেম্বর অর্থাৎ সোমে চলছে মিজোরামের ভোট গণনা। যদিও এখানে বিজেপি বা কংগ্রেসের দ্বন্দ্ব নয়। জোর লড়াই আঞ্চলিক দল গুলোর। ভোট প্রচারের অন্যতম অস্ত্র ছিল মণিপুর। কে কাকে টক্কর দেবে সেই উত্তর আজ দেবে জনগণের রায়। কিন্তু প্রশ্নটা হল, মিজোরামের ভোটের ফলাফল গোটা দেশের রাজনীতির জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ? আদৌ কি বিজেপি কিংবা কংগ্রেস মিজোর ভোট গণনা নিয়ে ভাবনা চিন্তা করছে? মিজোর বুথ ফেরত সমীক্ষায় ধাক্কা খেয়েছে বিজেপি থেকে কংগ্রেস। এখানে আপাতত রাজ করছে আঞ্চলিক দলগুলো। যেহেতু বিধানসভা নির্বাচনে আসন সংখ্যা ৪০, তাই সমালোচকরা মনে করছেন, এ রাজ্য নিয়ে বিজেপি বা কংগ্রেসের খুব একটা ভ্রুক্ষেপ নেই। তবে মিজোরামের বিধানসভার ভোটের ফলাফল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। যার এফেক্ট ফেলতে পারে উত্তর-পূর্বের বাকি রাজ্য গুলোর উপর।

মিজোরামে শাসক দল অর্থাৎ মিজো ন্যাশনাল ফ্রন্ট সেই ২০১৬ সাল থেকে বিজেপির নেতৃত্বাধীন জোট নর্থ ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্স অর্থাৎ নেডার সদস্য। কিন্তু সাম্প্রতিক সময়ের রাজনীতি বলছে, বিজেপির বিরুদ্ধে উল্টো পথ ধরেছে মিজো ন্যাশনাল ফ্রন্ট (MNF)। নানান প্রসঙ্গে আঙুল তুলেছে বিজেপির দিকে। ভোটের প্রচারের অস্ত্র করেছে মণিপুরের হিংসাত্মক ঘটনাকে। যদিও এখানে বিজেপি আর এমএনএফ দ্বন্দ্ব সেভাবে কণ্টক শয্যায় পরিণত হয়নি। এই রাজ্যের ইতিহাস বলছে, প্রতি এক দশক অন্তর এখানে সরকার বদলায়। ২০১৮ তে কংগ্রেসকে হটিয়ে ক্ষমতায় এসেছিল এমএনএফ। তবে ২০২৩ এর সকাল থেকে ভোট গণনা বলছে একটু অন্যরকম কথা। মিজোরামে এখন এগিয়ে জেডপিএম। পিছিয়ে রয়েছে ক্ষমতাসীন দল। তৃতীয় স্থানে রয়েছে কংগ্রেস।

শেষ কথা কিন্তু বলবে জনতার রায়। জনতা ঠিক করবে ক্ষমতায় কে আসবে। এ রাজ্যের মোট বুথ সংখ্যা ১২৭৬, প্রার্থী সংখ্যা ১৭৪, ভোট দাতার সংখ্যা ৮ লক্ষ ৫২ হাজার। এই বিধানসভা ভোটে চল্লিশটি আসনে প্রার্থী দিয়েছে এমএনএফ এবং জেডপিএম। পিছিয়ে নেই কংগ্রেসও। সবকটা আসনে প্রার্থী দিয়েছে। অপরদিকে বিজেপি প্রার্থী দিয়েছে ২৩ টি আসনে। সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে লাগবে ২১ টি আসন। এবার দেখার শেষ হাসি কে হাসে। উত্তর দেবে ভোটের রেজাল্ট।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version