।। প্রথম কলকাতা।।
Mamata-Abhishek: মেঘালয়ের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের দলীয় প্রতীকে জয়লাভ করতে তৎপর হয়ে উঠেছে দল। নতুন বছরের প্রথম মাসেই তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ( Mamata Banerjee) সফর মেঘালয়ে । এই সফরে তাঁর সঙ্গী অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee) । বুধবার উত্তর গারো পাহাড়ে আসছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । বর্তমানে তৃণমূল কংগ্রেসই মেঘালয়ের ( Meghalaya) প্রধান বিরোধীদল হিসেবে দাঁড়িয়ে রয়েছে। আগামীকাল মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ সেই সভায় উপস্থিত থাকবেন মেঘালয়ের তৃণমূলের রাজ্য সভাপতি চার্লস পাইনগ্রোপে, বিধানসভার দলনেতা মুকুল সাংমা এবং মেঘালয়ের তৃণমূলের পর্যবেক্ষক মানস ভুঁইয়া।
রাজ্যের বিগত বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য ক্ষমতায় আসে । তারপর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পদে দায়িত্ব গ্রহণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় । তিনি দলকে জাতীয় স্তরে প্রতিষ্ঠা করার উদ্যোগ নিয়েছেন। বিভিন্ন রাজ্যে তৃণমূল কংগ্রেসের হয়ে একের পর এক কর্মসূচি করতে দেখা গিয়েছে তাকে। যদিও গোয়া বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে পারেন তৃণমূল কংগ্রেস । ত্রিপুরার পুরভোটে ফলাফল শতাংশের ভিত্তিতে ভালো হলেও বিধানসভা উপনির্বাচনে পরাজিত হয় দল।
সূত্রের খবর অনুযায়ী , নির্বাচন কমিশন চলতি সপ্তাহের বৃহস্পতিবারের মধ্যেই মেঘালয়, ত্রিপুরা এবং নাগাল্যান্ডে নির্বাচনের দিন ঘোষণা করতে পারে। তাই তার প্রস্তুতি আগে থেকেই শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। এই দল ত্রিপুরা এবং মেঘালয় ভোট প্রার্থী দিতে চাইছে। এর আগে মেঘালয়ের বিধানসভার ভোটে ( Meghalaya Assembly Election) তৃণমূল কংগ্রেসকে লড়তে দেখা যায়নি। তবে এবার তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই ৫২ টি আসনে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে।
প্রসঙ্গত, ২০২২ এর ডিসেম্বরই মেঘালয় সফরে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। শিলংয়ে কর্মীসভা করেন তিনি মেঘালয় যদি তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তাহলে সাধারণ মানুষকে তাদের অধিকার ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করেন বাংলার মুখ্যমন্ত্রী। এছাড়াও সে রাজ্যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলে বাংলার মতো লক্ষ্মীর ভান্ডার চালু করার কথাও ঘোষণা করেছিলেন তিনি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম