Mamat Banerjee: বিরোধীদের সাসপেনশন নিয়ে কড়া প্রতিক্রিয়া মমতার, কী বললেন ?

।। প্রথম কলকাতা ।।

Mamat Banerjee: আজ সকাল থেকেই নতুন সংসদ ভবনের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সরব হন বিরোধী সাংসদেরা। সংসদের দুই কক্ষে প্রধানমন্ত্রী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিবৃতির দাবিতে বিক্ষোভ দেখান বিরোধী দলের সাংসদরা। এই নিয়ে শুরু হয় তুমুল হই হট্টগোল। দফায় দফায় মুলতুবি হয় লোকসভা এবং রাজ্যসভার অধিবেশন। লোকসভায় স্মোককাণ্ড নিয়ে সরব হওয়ায় একের পর এক মোট ৩১ জন সাংসদকে লোকসভা থেকে সাসপেন্ড করা হল। এই ঘটনা কার্যত নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। আনন্দবাজার পত্রিকা সূত্রে খবর, এ প্রসঙ্গে কড়া প্রতিক্রিয়া দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘সংসদে যা হচ্ছে না কাঙ্খিত নয়। আমি ভাগ্যবান যে, আমি সাংসদ নই এখন। এ তো দেখছি পুরো পার্লামেন্ট সাসপেন্ড হওয়ার মতো অবস্থা। স্বৈরতন্ত্র চলছে।’

প্রসঙ্গত, গত ১৩ ডিসেম্বর সংসদে দুই যুবক প্রবেশ করেছিল হাতে ক্যানিস্টার নিয়ে। সংসদের কক্ষে তারা হলুদ ধোঁয়ায় চারিদিক ছেয়ে ফেলে। এভাবে সংসদের ভিতর বহিরাগতদের অনুপ্রবেশ নিয়ে নিরাপত্তা ইস্যুতে কেন্দ্রকে তোপ দাগতে দেখা যায় বিরোধীদের। আর এর কারণেই সরব হওয়ায় একের পর এক মোট ৩১ জন সাংসদকে সাসপেন্ড করা হল লোকসভা থেকে।

উল্লেখ্য, বঙ্গের সাংসদদের নিয়ে বৈঠকের কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার মধ্যেই লোকসভা থেকে একের পর এক সাসপেন্ড তৃণমূলের অধিকাংশ সাংসদ। লোকসভার মোট ৩১ জন সাংদকে সাসপেন্ড করার এই ঘটনা সংসদের ইতিহাসে কার্যত নজিরবিহীন বলে মনে করা হচ্ছে। আগামী বুধবার বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীরও বৈঠক হওয়ার কথা, সব কিছু ঠিক থাকলে। তার আগে সাংসদের সাসপেনশন নিয়ে ক্ষুব্ধ হলেন মমতা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version