Indian-Malaysia diplomacy: ভারতকে ওরাং ওটাং (লেজবিহীন বানর) ফ্রী দেবে মালয়েশিয়া? একী কূটনীতি ! ফ্যাসাদে বানরেরা

।। প্রথম কলকাতা ।।

 

Indian-Malaysia diplomacy: মালয়েশিয়ার একি কূটনৈতিক নীতি। তাদের থেকে পাম্প তেল কিনলে তারা ওরাং ওটাং ফ্রি দেবে। এটা কি ধরনের লোভ দেখাচ্ছে মালয়েশিয়া? যত দোষ মালয়েশিয়ার নয় পশু পাখিদের নিয়ে কূটনৈতিক টানা পোড়েন প্রাচীন কাল থেকেই হয়ে আসছে। প্রাচীন ভারতের স্বীকৃত কূটনীতি ছিল হাতি বিনিময়। চন্দ্রগুপ্ত মৌর্য গ্রিক রাজা সেলিউকাসকে ৫০০ হাতি পাঠিয়েছিলেন। সম্রাট জাহাঙ্গীর জেব্রা পাঠাতেন বিভিন্ন দেশের সুলতানদের।। চীন কি করে থাকে? মিষ্টি দেখতে সাদা কালো পান্ডা গুলোকে বন্ধু রাষ্ট্রের চিড়িয়াখানার জন্য পাঠিয়ে দেয়। বিভিন্ন দেশকে ক্যাঙ্গারু উপহার দিয়ে থাকে অস্ট্রেলিয়া।

 

মালয়েশিয়া সবার থেকে এক ধাপ এগিয়ে গিয়ে ওরাং ওটাং দিতে চাইছে। ওরাং ওটাং একটি বৃহৎ আকারের লেজবিহীন বানর। যা বর্তমানে অতি বিপন্ন প্রাণীর তালিকাভুক্ত। কেবল ইন্দোনেশিয়া আর মালয়েশিয়ার রেইন ফরেস্টে এই প্রাণীর দেখা মেলে। দুটো দেশ মিলিয়ে এখন গোটা পৃথিবীতে ওরাং ওটাং এর সংখ্যা মোটামুটি ১লাখের কিছু বেশি। দিনের পর দিন জঙ্গল উজাড় হয়ে যাওয়ায় এই প্রাণীকে আর দেখা যায় না সেই ভাবে। কিন্তু মালয়েশিয়ায় আছে। মালয়েশিয়া পরিকল্পনা করেছে যে সব দেশ তাদের থেকে বেশি পাম তেল কিনবে শুভেচ্ছা স্বরূপ তাদের একটি দুটো করে ওরাং ওটাংউপহার দেওয়া হবে। ভারতকেও দেওয়া হবে।। মানুষের ইচ্ছে ঠিক কোন পর্যায়ে গিয়ে পৌঁছচ্ছে।

 

মালয়েশিয়ার অর্থনীতিতে সবচেয়ে বেশি রপ্তানি হয় পাম তেল। ইন্দোনেশিয়ার পর এই মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় বৃহত্তম পাম তেল রপ্তানি কারক। খাবারের তেল হিসেবে পাম তেলের ব্যবহার সারা পৃথিবীতে সবচেয়ে বেশি। পাশাপাশি রাসায়নিক শিল্পে কসমেটিক চিকিৎসার কাজেও পাম তেল লাগে।। রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে ইউক্রেনের সূর্যমুখী তেলের উৎপাদন ধাক্কা খেয়েছে। আর সেই সুযোগে দক্ষিণপূর্ব এশিয়ার ইন্দোনেশিয়া মালয়েশিয়ার ভোজ্য তেলের বাজার চড়চড়িয়ে বেড়েছে।

 

মালয়েশিয়ার এই কূটনীতি যদি বাস্তবায়ন করা হয় তাহলে পৃথিবী থেকে ওরাং ওটাং বিলুপ্তের প্রক্রিয়া আরো একধাপ অগ্রসর হবে। কি যাচ্ছে তাই পরিকল্পনা বলুন তো মালোয়েশিয়ার। চীন বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ঠিক রাখতে পান্দা উপহার দেয় বলে মালয়েশিয়াকে ওরাং ওটাং উপহার দিতে হবে? একি কূটনীতি শুরু হয়েছে গোটা বিশ্বজুড়ে? চীন সাধারণত বিভিন্ন দেশের চিড়িয়াখানায় এক বছরের জন্য একজোড়া পান্ডা 10 লাখ মার্কিন ডলারে ভাড়া দেয়। এ অর্থ বন্যপ্রাণী সংরক্ষণে খরচ করে দেশটা, সেই পথেই নাকি হাটতে চায় মালয়েশিয়া। বেচারা ওরাং ওটাং গুলোর বড্ড জ্বালাতন হলো। এই কূটনীতির চক্করে ফ্যাসাদে পড়ল তারা। মানুষকে আদৌ ভাববে তাদের কথা!এমনটা না হলেই বোধ হয় ভালো হতো।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version