Cow Dung Paint: গোবর দিয়ে প্রাকৃতিক রং তৈরি! কতটা লাভজনক এই ব্যবসা?

।। প্রথম কলকাতা ।।

Cow Dung Paint: ভারতের একটা বড় অংশের মানুষের কাছে জীবিকা নির্বাহ করার মাধ্যম হল কৃষিকাজ এবং পশুপালন। কৃষি নির্ভর ব্যবসার দিকেও বর্তমানে এগিয়েছেন বহু মানুষ। কৃষিভিত্তিক ব্যবসাকে অন্য মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা চলছে। ঠিক তেমন ভাবেই পশু পালনের মাধ্যমে ডেয়ারি ব্যবসা হল সবথেকে জনপ্রিয় এবং লাভজনক। তবে এই পশুপালন থেকে দুগ্ধজাত ব্যবসা ছাড়াও আরও এক ধরনের ব্যবসা করা যায় । যে ব্যবসার কথা কখনও মানুষের মাথাতেও আসেনি। তবে সেই ব্যবসাকে প্রতিষ্ঠিত করে দেখিয়েছেন দুর্গা প্রিয়দর্শনী নামে এক মহিলা।

তিনি স্বাবলম্বী হওয়ার ইচ্ছা নিয়ে হরিয়ানার ঝাজ্জার গ্রামে পশুপালন শিখতে যেতেন । কিন্তু ইন্টারনেটে গোবর থেকে রং (Cow Dung Colour) তৈরি করার একটি ভিডিও দেখে নিজের চিন্তা ভাবনায় বদল করেন। সম্পূর্ণভাবে এই কাজে নিয়োজিত হন তিনি। স্বতন্ত্রভাবে পরিচালিত করেন তাঁর ব্যবসা। আর কৃষকদের কাছ থেকে গোবর কিনে তারপর তৈরি করেন প্রাকৃতিক রং। যা বাজারে বর্তমানে রমরমিয়ে বিকোচ্ছে। আর এই গোবর দিয়ে তৈরি প্রাকৃতিক রং বাজারে অন্যান্য রঙের তুলনায় বেশ কিছুটা কম দামেও পাওয়া যাচ্ছে। এর মাধ্যমে বহু আদিবাসী মহিলা আত্মনির্ভর হয়ে উঠতে পেরেছেন। ওড়িশা সহ ছত্রিশগড়ের বেশ কয়েকটি শহরে দুর্গা নিজের বিপণন শুরু করেছেন এবং এই পেইন্টের উপকারিতা সম্পর্কে সচেতনতা বাড়াতে একাধিক কর্মসূচি গ্রহণ করেছেন তিনি।

কীভাবে তৈরি করা হয় গোবর থেকে রং ?

জানা গিয়েছে, গোবরের সঙ্গে সমপরিমাণ জল মিশিয়ে নিতে হয়। তারপর সেটিকে একটি ট্রিপল ডিস্ক রিফাইনারিতে (Triple Disk Rifinary) ফেলা হয়। কিছু সময় পরে সেই মিশ্রণটি গাঢ় হয়ে যায় অনেকটাই। এর সাথে যোগ করা হয় ক্যালসিয়াম। আর তারপর সেই মিশ্রণ থেকেই তৈরি হয় ইমালশন এবং ডিসটেম্পার। এই রং তৈরি করার জন্য ৩০ শতাংশ গোবর ব্যবহার করা হয়ে থাকে। আর তার সঙ্গেই প্রাকৃতিক রং মিশিয়ে সম্পূর্ণ অর্গানিক রং তৈরি করা হয় গোবর সারের সাহায্যে।

গোবর দিয়ে তৈরি রং এর দাম

শুনলে হয়তো অনেকেই অবাক হবেন যে, এই গোবর দিয়ে তৈরি রং এর দাম অন্যান্য কোম্পানির রংয়ের দামের থেকে অনেকটাই কম (Low Price)। প্রায় ৩০ থেকে ৪০ শতাংশ কম দামে বাজারে পাওয়া যায় এই গোবর দিয়ে তৈরি রং। সম্পূর্ণ প্রাকৃতিকভাবে যেহেতু এই রংটিকে তৈরি করা হয় অ্যান্টি ব্যাকটেরিয়াল, অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য থাকে এতে। প্রতি লিটার ডিস্টেম্পার রং এর দাম খুব বেশি হলে ১২০ টাকা এবং প্রতি লিটার ইমালশন রং এর দাম প্রায় ২২৫ টাকা। সম্প্রতি ঘোষণা করা হয়েছে যে, ছত্রিশগড় সরকার তাদের সরকারি ভবনগুলি শুধুমাত্র গোবর রং দিয়েই রং করবেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version