Best fertilizer for plants: শীতকালে বাড়ির ফুল গাছগুলোর যত্ন নিতে সার বানিয়ে ফেলুন,খুব সহজ

।। প্রথম কলকাতা ।।

Best fertilizer for plants: এই মরসুমে যেদিকেই তাকানো যায় রংবেরঙের ফুলের ঘ্রাণ আর রূপ মন মাতাবেই। গাঁদা ফুল, চন্দ্রমল্লিকা, ডালিয়া ,পিটুনিয়া রঙিন গোলাপের পসরা সাজিয়ে বসে প্রকৃতি। যে সমস্ত মানুষ গাছ ভালবাসেন সারাটা বছর জুড়ে যাদের অনেকটা সময় কাটে গাছের পরিচর্যায় এখন তাদের খাটনির ফল মেলে‌। কিন্তু বাড়িতেই সব গাছে ফুল ফোটানো মোটেও সহজ কথা নয়। গাছ বাঁচিয়ে রাখার অন্যতম রহস্য কিন্তু লুকিয়ে আছে সারে। শীতকালে সার তৈরি কিন্তু আরো সহজ কিভাবে বানাবেন জানেন?

যারা শীতকালে বাগান করতে চান তারা কেবল ফুলের গাছগুলো লাগিয়ে ফেললেই দায়িত্ব শেষ হয়ে যাবে না। এর জন্য প্রয়োজন যথাযথ যত্ন। বাগানের গাছ আলো, বাতাস, জল ছাড়াও কিছু খাদ্য চায়। অর্থাৎ সার দেওয়ার প্রয়োজন হয়। অনেকে বাজারের কেনা রাসায়নিক সারের চেয়ে জৈব সার ব্যবহার করেন। কিন্তু বাড়িতে কিভাবে জৈব সার বানানো যায় তা জানেন না অনেকেই। সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায় এই জৈব সার।

বাড়িতে নানান রকম আনাজের খোসা ফেলে দেওয়ার পরিবর্তে একটি জায়গায় জড়ো করুন। আলু, লাউ, ফুল কপির পাতা, বাঁধাকপি ,ওলকপি, কড়াইশুঁটি থেকে কমলালেবু সমস্ত রকম খোসা তার তালিকায় থাকতে পারে। একটি বড় ঝুড়িতে সমস্ত খোসা রেখে দিন। সেটি যেন অবশ্যই রোদে থাকে। সূর্যের আলোয় খোসা তাড়াতাড়ি শুকোবে। তবে প্রত্যেক রাতে ঝুড়িটি চাপা দিয়ে দেবেন। মাঝে মাঝে সরু লাঠি দিয়ে শুকনো খোসা নেড়ে নিতে পারেন। যদি আপনি খোসা তাড়াতাড়ি শুকোতে চান তাহলে সেক্ষেত্রে মাটি দিতে পারেন। মাটির পরিমাণ হতে হবে সামান্য। কিছুদিন পর খোসা একদম শুকিয়ে যাবে। এরপর বড় পাত্রে জৈব খোসার গুড়ো দিন। শুকনো গোবর কিংবা ঘুটে মিশিয়ে নিন। গাছের মাটি খুঁচিয়ে সার মিশিয়ে নিতে পারেন। বাড়িতে আনাজ ও ফলের খোসা দিয়ে কম্পোস্ট বানানোর আদর্শ সময় হল শীতকাল।

আবার রোজকার চায়ের পাতাও সার হিসেবে খুব ভালো তবে সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে চায়ের লিকারে যেন মোটেও চিনি না থাকে। চায়ের লিকার সহ পাতা গাছের গোড়ায় দেবেন ঘরোয়া তাপমাত্রা এনে।

শীতকালে কমলালেবুর খোসা রোদে শুকিয়ে নিতে পারেন। এবার সেই খোসার সঙ্গে মিশিয়ে নিতে হবে খোল। বেশ কিছুদিন রোদে শুকিয়ে ভালো করে গুঁড়ো করে গাছের গোড়ায় দিতে হবে। ফুল গাছ দ্রুত বৃদ্ধি পাবে এবং তরতাজাও থাকবে।

এভাবেই ঘরেতে নিজের বাগানের ফুলের সংখ্যা বৃদ্ধি করে প্রজাপতির ভিড় বাড়িয়ে আনন্দে মেতে উঠুন। বাগান করুন, শীতকে উপভোগ করুন।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version