Madhumita Sarcar: ছবি মুক্তির আগে ভেজিটেরিয়ান হয়ে গেলেন মধুমিতা, কারণ জানলে অবাক হবেন

।। প্রথম কলকাতা ।।

Madhumita Sarcar: বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জনপ্রিয় অভিনেত্রীর তালিকায় উঠে আসে মধুমিতা সরকারের নাম। এখন মুক্তির অপেক্ষায় তার নতুন ছবি চিনি ২ তার মধ্যে নিজেকে বদলে ফেললেন অভিনেত্রী। ভাবছেন তো কোন বিষয়ে বদলে ফেললেন নিজেকে। আসলে হঠাৎ করেই অভিনেত্রী ভেজিটেরিয়ান হয়ে গেলেন। কেন তিনি হঠাৎ ভেজিটেরিয়ান হলেন ভেজিটেরিয়ান হওয়ার পিছনে সিক্রেট টা কী প্রথম কলকাতার কাছে মুখ খুললেন অভিনেত্রী।

২০২০ সালে মুক্তিপ্রাপ্ত চিনির সাফল্যের পর এবার আসছে মহিলা ভৌমিকের চিনি 2 । মা মেয়ের মিষ্টি সম্পর্ক নিয়ে ছবির গল্প। আবারো চিনির ভূমিকায় দেখা যাবে মধুমিতাকে। আসলে অভিনেত্রী এখন নিরামিষ রেসিপিতে মন দিয়েছেন। সম্প্রতি মধুমিতা তার ইন্সটা পোস্টে পাহাড়ে ঘুরতে যাওয়ার বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন। মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝখান দিয়ে হেঁটে চলেছেন মধুমিতা। মধুমিতা ছবি দেখে অনেকেই ফিদা। অনেকেই প্রশ্ন তোলেষ আচ্ছা পাখি তুমি এত সুন্দরী কেন?

অনেকেই মনে করেন ফিট থাকার জন্য মাছ-মাংসের প্রোটিন শরীরের জন্য অবশ্য প্রয়োজনীয়। কিন্তু একেবারে নিরামিষ খাবার খেয়েও অনেকেই সুপারহিট শরীরের মালিক। নিরামিষাশী বা ভেগানদের তালিকা দিন দিন লম্বা হচ্ছে। টলিউডের অন্যতম সুন্দর ফিগারের মালকিন মধুমিতা সরকার। এখন প্রশ্ন হচ্ছে স্বাস্থ্যকর লাইফ স্টাইলের জন্যই মাছ মাংস ছেড়ে দিলেন নায়িকা।না এর পিছনে রয়েছে অন্য কোনো কারণ। অনেক নায়িকারাই রয়েছেন মাছ-মাংস খাওয়া ছেড়ে দিচ্ছেন। স্বাস্থ্যকর লাইফ স্টাইলের জন্যই তারা এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানাচ্ছেন।

মধুমিতা কেন হঠাৎ করে ভেজিটেরিয়ান হয়ে গেলেন। সে কথাটা অবশ্য জানিয়েছেন প্রথম কলকাতাকে। কী বললেন মধুমিতা চলুন জেনে নিন। মধুমিতা সরকার বেশ হাসিখুশি মেজাজে জানান এমনি তিনি ভেজেটিরায়ান হয়ে গেছেন।এর পিছনে তেমন কোনো বড় কারণ নেই। কিছুদিন আগে ইনস্টায় সটোরি দেখে সকলের মনে ঘুরপাক খাচ্ছিল মধুমিতা কি ভেজিটেরিয়ান হয়ে গেলেন। কারণ মধুমিতা ক্যাপশনে লিখেছিলেন এখন থেকে আমি ভেজিটেরিয়ান হয়ে গেলাম। কিন্তু ব্যাপারটা সত্যি কি মিথ্যে তা নিয়ে সংশয় ছিল। তবে এবার নিজের মুখেই অভিনেত্রী জানিয়ে দিলেন তিনি সম্পূর্ণভাবে ভেজিটেরিয়ান হয়ে গেলেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version