Tomato cultivation: অবসর কাটাতে ব্যস্ততা খুঁজছেন? এই শীতে টবে টমেটো চাষ করুন

।। প্রথম কলকাতা।।

Tomato cultivation: শীত মানেই ফুল, সবজির মেলা। অনেকেই বাড়ির ছাদে টবে ফুল গাছ লাগান। অনেকেই সবজি চাষও করেন। গাছের পরিচর্যায় সময়ও কাটে, শরীরচর্চাও হয়। আবার নিজের হাতে তৈরি ফুল ফলে ভরা গাছ দেখলে মন ভালো হয়ে যায়। শীতে বাড়ির ছাদে বা রোদ যুক্ত জায়গায় টবে টমেটো চাষ করা যায়। অল্প পরিচর্যা করলে প্রচুর ফলনও পাওয়া যাবে। টবে সেই চাষ কিভাবে করবেন দেখে নেওয়া যাক।

টমেটো চাষের জন্য টব যত বড় হবে ততই ভালো। গাছ যত বড় ও ঝোপযুক্ত হবে ততই বেশি ফলন মিলবে। অন্তত পাঁচ সাত কেজি মাটি ধরবে এমন টব নিন। প্রথমেই মাটি তৈরি করে নিন। টবের অর্ধেক দোআঁশ মাটি থাকুক। তার সঙ্গে দশ শতাংশ বালি মেশান।শুকনো গোবর বা পাতা পচা সার দিন তিরিশ শতাংশ।তাতে দশ শতাংশ ছাই মেশান। এই মিশ্রণ ভালোভাবে তৈরি করে টবে ঢেলে দিন। ফলন বেশি পেতে মাটি তৈরি করার সময় একমুঠো মিশ্র সার এনপিকে দিতে পারেন। এরপর নার্সারি থেকে ভালো জাতের চারা কিনে টবে বসিয়ে দিন। টমেটো গাছে প্রতিদিন জল দিতে হবে। আবার জল যেন অতিরিক্ত না হয়ে যায় সেটাও নিশ্চিত করতে হবে। অতিরিক্ত জল দিলে গাছে ছত্রাকজাতীয় রোগ হয়। মাছ ধোয়া জল গাছে সরাসরি দিলে খুব ভালো হয়। জলের অভাবে ফলন খুব কম হবে।

গাছের তেমন বৃদ্ধি না হলে গাছের গোড়ার ছ ইঞ্চি দূরে এক চামচ ইউরিয়া টবের গা বরাবর গোল করে দিয়ে দিন। পনের দিন অন্তর সরষে খোল দিন। দুশো গ্রাম সরষে খোল দু লিটার জলে ভিজিয়ে দিন। দু দিন পর জল আরও পাতলা করে অন্যান্য গাছের সঙ্গে টমেটো গাছেও দিন। এছাড়া গোবর গোলা জলও দিতে পারেন। তার সঙ্গে এক চা চামচ পরিমান মিশ্র সার বা এনপিকে মিশিয়ে দিতে পারেন। তবে সব সারই গাছের গোড়ায় না দিয়ে টবের গা বরাবর প্রয়োগ করুন। পনের দিন অন্তর এই সার প্রয়োগ করলে গাছ ভর্তি ফল পাবেন।

টমেটো গাছের রোগ পোকা দেখা দিলে নিম তেল স্প্রে করুন। ছত্রাক জাতীয় রোগের লক্ষণ দেখা দিলে কাঠের ছাই, বেকিং সোডা, রসুনের তেল, অ্যালোভেরার রস এগুলোর যে কোন একটি ব্যবহার করতে পারেন।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version