Bomb Cyclone: বোম্ব সাইক্লোনে লন্ডভন্ড বাফেলো, অতিরিক্ত ঠান্ডায় বাড়ছে মৃত্যুর সংখ্যা

।। প্রথম কলকাতা ।।

Bomb Cyclone: বম্ব সাইক্লোনে(Bomb Cyclone) লন্ডভন্ড আমেরিকা(America)। বরফের নিচে চলে গিয়েছে বহু এলাকা। বাতিল হয়েছে বেশ অনেকগুলি বিমান। অসহায় অবস্থায় কয়েক লক্ষ পরিবার। তুষার ঝড়ে(Blizzard)মৃতের সংখ্যা উত্তরোত্তর বেড়েই চলেছে। তার মধ্যে নিউ ইয়র্কের( New York) বাফেলোতে( Buffalo) রীতিমত করুণ অবস্থা। একদিকে সাধারণ মানুষ দুর্যোগ মোকাবিলা করতে ব্যস্ত, অপরদিকে নির্দ্বিধায় চলছে চুরি। নেই ইলেকট্রিসিটি, হিটার। তার উপর প্রচুর ঠান্ডা। তুষার ঝড়ে জন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে এলাকাগুলি। অত্যন্ত অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। রাস্তায় পড়ে আছে মৃত দেহ।

ঝড়-বিধ্বস্ত শহর বাফেলোতে মঙ্গলবারের তুষার পাতের জন্য মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪। এই শহরের বিমানবন্দরগুলি বন্ধ থাকায় বেশ কয়েকদিন ধরে গাড়ি আটকে রয়েছে। ঠাণ্ডায় যারা মারা গিয়েছেন তাদের লাশ পাওয়া যাচ্ছে গাড়ি আর বাড়িতে। মেয়র বায়রন ব্রাউনের কার্যালয় মঙ্গলবার বলেছে, ঝড়ের কারণে বাফেলো শহরে আরও ৭ জনের মৃত্যু হয়েছে। ন্যাশনাল ওয়েদার সার্ভিস মঙ্গলবার এরি কাউন্টিতে দুই ইঞ্চি তুষারপাতের পূর্বাভাস দিয়েছে। বাফেলো নিউইয়র্কের দ্বিতীয় বৃহত্তম শহর যেখানে প্রায় ২.৭৫ লক্ষ মানুষ বসবাস করেন।

আমেরিকায় প্রাণঘাতী এই তুষার ঝড় যেন মৃত্যুর থেকেও ভয়ানক। বরফে ঢেকে গিয়েছে বহু এলাকা, রাস্তায় আটকে রয়েছে প্রচুর গাড়ি, গাড়ির মধ্যে থেকে উদ্ধার হয়েছে একাধিক মৃতদেহ। মৃত্যুর সংখ্যা আরো বাড়তে বলে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তুষার ঝড়ে গাড়ি আটকে পড়ে যাওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়ছে। বাফেলোর পরিস্থিতি নিয়ে জো বাইডেনের সঙ্গে আলোচনা করেছেন গভর্নর ক্যাথি হোচুল। আশঙ্কা করা হচ্ছে, আগামী দিনগুলিতে পরিস্থিতি আরো কঠিন হবে। পুরু বরফ থাকার কারণে আটকে পড়া বাসিন্দাদের কাছে চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া যাচ্ছে না। এই ভয়ঙ্কর ঠান্ডায় টিকে থাকাই দায়। আমেরিকার নিউইয়র্ক বর্তমানে যে পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, অতীতে কখনো এমন পরিস্থিতি তৈরি হয়নি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version