Tips for healthy liver: লিভার থাকবে ছোটদের মতো তরতাজা, মেনে চলুন এই নিয়মগুলি

।।প্রথম কলকাতা।।

Tips for healthy liver: লিভার শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। সুস্থ থাকতে লিভারের খেয়াল রাখতেই হবে। লিভার খারাপ হওয়ার কারণ হয় কিছু বদভ্যাস। লিভার আমাদের দেহের একটি গুরুত্বপূর্ণ অংশ। অস্বাস্থ্যকর জীবন যাপন লিভারের উপর খারাপ প্রভাব ফেলে। ওজন বৃদ্ধি, হৃদরোগ, দীর্ঘ সময় ক্লান্তি অনুভব করা, হজমের সমস্যা, এলার্জি ইত্যাদি অসুখ দেখা দিতে পারে অসুস্থ লিভারের কারণে।

মানুষের হাতে আজকাল সময় কম তাই বাইরের খাবারের প্রতি অনেকে নির্ভর করে। জাঙ্ক ফুড অনেক সময় সমস্যা বাধায়। লিভারে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে । তবে মাঝে মাঝে খেলে তেমন চাপ নেই।

লিভার সুস্থ রাখতে সবচেয়ে বেশি জরুরি সঠিক খাবার বাছা। অ্যানিমাল প্রোটিনের থেকে লিভারের জন্য বেশি ভালো প্লান্ট প্রোটিন। ডাল, সবুজ, শাকসবজি বাদাম ,ফাইবার খান।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version