Pet Grooming Business : পোষ্যদের সঙ্গে সময় কাটাতে ভালোলাগে ? এটাই কিন্তু হতে পারে আয়ের উৎস

।। প্রথম কলকাতা ।।

Pet Grooming Business : কাজের চাপ, মানসিক চাপ, শারীরিক অসুস্থতার কারণে স্ট্রেস আর সেই স্ট্রেসের কারণে আবার শারীরিক অসুস্থতা। এই সাইকেলটি প্রত্যেক মানুষের জীবনেই কোন না কোন পর্যায়ে চলতে থাকে। অনেকে আবার একাকিত্বের (Loneliness) কারণে ধীরে ধীরে অসুস্থ হয়ে পড়তে থাকেন। এইসব ক্ষেত্রে একটু সময় নিজের জন্য বের করে নেওয়া প্রয়োজন। কিন্তু সেটাই করতে ভুলে যান মানুষ। তাই চিকিৎসকরা অনেক সময় পরামর্শ দেন বাড়িতে ছোটখাটো কোন পোষ্য (Pet) রাখার। প্রথমত তাঁরা ভীষণ ভাবে প্রভু ভক্ত হয় এবং তাদের সঙ্গে কিছুটা সময় কাটালে মন ভালো হতে বাধ্য।

একটি সমীক্ষায় দেখা গিয়েছে ভারতে বর্তমানে অধিকাংশ কর্মজীবী মানুষের কাছেই কোনো না কোনো পোষ্য রয়েছে। এছাড়াও যারা একা বসবাস করেন তাদের কাছেও একটি পোষ্য থাকে। আর এই পোষ্যদের মধ্যে সবথেকে বেশি গ্রহণযোগ্যতা হল কুকুরের (Dog) । শুধু পোষ্য রাখলেই তো হবে না, তাদের যত্ন নেওয়ার বিষয়টিতেও যথেষ্ট নজর দিতে হবে। এই কারণে অনেক পোষ্যের মালিক পেট গ্রুমিং সেন্টারের খোঁজ করে বেড়ান অবশ্য সকলের পক্ষে বাড়িতে নিজের পোষ্যের সঠিক মত যত্ন করা সম্ভব হয় না। যারা প্রফেশনাল তাঁরাই এই কাজটি আরো ভালোভাবে করতে পারে। এই পেট গ্রুমিং সেন্টার (Pet Grooming Center) বর্তমান সময়ে বেশ চাহিদায় রয়েছে। আর এর মাধ্যমে আয়ও হয় যথেষ্ট।

* কীভাবে শুরু করবেন পেট গ্রুমিং সেন্টার ?

শুধুমাত্র ব্যবসা করার প্রবণতা থাকলে এই ব্যবসা চালানো কিন্তু বেশ মুশকিল। যদি আপনার পশুদের প্রতি আলাদাই ভালোবাসা থাকে তাহলেই একমাত্র এই ব্যবসাকে দাঁড় করানো সম্ভব। এক্ষেত্রে আপনাকে অবশ্যই পুঁজি বিনিয়োগ (Invest) করতে হবে। আর সেই পুঁজির পরিমাণ কিছুটা বেশি হবে। পোষ্যদের গ্রুমিং করানোর জন্য বিভিন্ন জিনিসের প্রয়োজন হয়। যেমন তাদের হেয়ার স্টাইল বা স্পা থেকে শুরু করে আরও বিভিন্ন পদ্ধতি রয়েছে। এই সবকিছুর জন্যই প্রয়োজন হয় নির্দিষ্ট যন্ত্রপাতির। যা কিনতে গেলে আপনাকে পুঁজি বিনিয়োগ করতে হবে প্রায় দুই থেকে তিন লাখ টাকার মত।

* মার্কেট রিসার্চ : কোন ব্যবসা শুরু করার আগে সর্বপ্রথম যে কাজটি করতে হয় সেটি হল মার্কেট রিসার্চ (Market Research) । গ্রুমিং সেন্টার এর ব্যবসা শুরু করার আগে আপনাকে আপনার এলাকায় বর্তমানে সব থেকে জনপ্রিয় পেট গ্রুমিং সেন্টার গুলির ভালোমতো খোঁজখবর নিতে হবে। কেন গ্রাহকরা সেই সেন্টারটিকে বেশি পছন্দ করেন, কেন তাঁরা জনপ্রিয়, কী এমন ব্যবহার করছেন যেটা অন্য পেট গ্রুমিং সেন্টারগুলি ব্যবহার করছে না এই সমস্ত খুঁটিনাটি বিষয় ভালোভাবে বুঝে নিতে হবে। আর তারপর সঠিক খাতে টাকা খরচ করতে হবে।

* পেট গ্রুমিং সেন্টার শুরু করতে কী কী প্রয়োজন ?

১. একটা জায়গা (Place) যেখানে আপনি গ্রুমিং সেন্টার তৈরি করতে পারবেন খেয়াল রাখবেন সেই জায়গাটি যেন ঘনবসতিপূর্ণ হয় এবং বেশি পরিমাণ লোকের দৃষ্টি আকর্ষণ করতে পারে।

২. গ্রুমিং সেন্টারটি চালানোর জন্য অবশ্যই নিয়োগ করতে হবে কিছু কর্মী। যারা পোষ্যদের গ্রুমিউ সংক্রান্ত কোর্স করেছেন অথবা সেই কাজ শিখতে চাইছেন।

৩. বাজারে অন্যান্য পেট গ্রুমিং সেন্টার গুলির যেমন চার্জ নেওয়া হয় তার থেকে কোনমতেই বেশি চার্জ নেবেন না। এতে গ্রাহকের কাছে আপনার নেতিবাচক একটি ছবি তৈরি হতে পারে।

৪. পেট গ্রুমিং সেন্টারে পোষ্যদের প্রয়োজনীয় আরও বেশ কিছু জিনিস মজুত করে রাখা যেতে পারে। অনেক পেট অভিভাবকদের হাতে সময় বেশি না থাকার কারণে তাঁরা এক জায়গা থেকেই প্রয়োজনীয় সমস্ত সামগ্রী সংগ্রহ করে নিতে চান। কাজেই পেটদের খাবার থেকে শুরু করে তাদের ওষুধ এবং অন্যান্য জিনিস যদি পেট গ্রুমিং সেন্টারে থাকে তাহলে একদিকে যেমন মালিকের লাভ হবে তেমনই অন্যদিকে ওই পোষ্য মালিকের সময়ও বাঁচবে। তাঁর পছন্দের জায়গা হয়ে উঠতে পারে আপনার পেট গ্রুমিং সেন্টার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version