LIC Term Plan: দু দুটি নতুন টার্ম প্ল্যান লঞ্চ করল এলআইসি, মিলবে একগুচ্ছ সুবিধা

LIC Term Plan Policy: পুরোনো বদলে নতুন টার্ম প্ল্যান নিয়ে ভারতের জীবন বীমা কর্পোরেশন (LIC)। শেয়ার বাজারের সাথে সংযুক্ত নয় এবং ঝুঁকি খুবই কম।

।। প্রথম কলকাতা ।।

জীবন বীমা ক্ষেত্রে এক এবং অদ্বিতীয় লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশন (LIC)। ভারতের কোটি কোটি মানুষের ভরসা এই সংস্থা সম্প্রতি লঞ্চ করেছে নতুন দুটু টার্ম প্ল্যান (Term Plan)। যে দুটি টার্ম প্ল্যানের কথা বলছি সেগুলি নতুন বললে ভুল হবে কারণ এগুলি তিন বছর পুরোনো। তবে গত মাসেই প্ল্যানগুলি সংশোধন করেছে LIC এবং নতুন রূপে বাজারে পেশ করেছে। কথা হচ্ছে জীবন অমর (Jeeven Amar) এবং টেক টার্ম (Tech Term) প্ল্যানের।

উভয় পলিসি নন-লিঙ্কড এবং নন-পার্টিসিপেটিং প্ল্যান, যার অর্থ পলিসিধারীরা নির্দিষ্ট প্রিমিয়াম প্রদান করে নিশ্চিত রিটার্ন পাবে। সাধারণত নন-লিঙ্কড প্ল্যান গুলি কম-ঝুঁকির হয় এবং এগুলি শেয়ারের বাজারের সাথে সরাসরি কোনও যোগসূত্র থাকে না। প্রথম যে পলিসি রয়েছে অর্থাৎ জীবন অমর এখানে দুটি বিকল্প থেকে বেছে নেওয়ার সুযোগ মিলবে – লেভেল অ্যাস্যুরড এবং ইনক্রিজিং সাম অ্যাস্যুরড।

তাছাড়া গ্রাহকরা একটি একক প্রিমিয়াম পেমেন্ট বা নিয়মিত প্রিমিয়াম পেমেন্টের বিকল্পও বেছে নিতে পারেন। পাশাপাশি একটি সীমিত প্রিমিয়াম পেমেন্ট বিকল্পও দেওয়া হয় পলিসির সাথে। LIC এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, মহিলারা নতুন জীবন অমর পলিসির অধীনে বিশেষ প্রিমিয়াম রেট পেতে পারেন কিন্তু অ-ধূমপায়ী এবং ধূমপায়ীদের জন্য প্রিমিয়ামের রেট আলাদা।

Jeevan Amar LIC পলিসি

এই পলিসিতে একক প্রিমিয়াম প্ল্যানের অধীনে, সর্বনিম্ন প্রিমিয়াম রয়েছে ৩০ হাজার টাকা। নিয়মিত এবং সীমিত প্রিমিয়াম রয়েছে ৩ হাজার টাকা। ধূমপায়ীদের ক্ষেত্রে প্রিমিয়াম রেট মূত্রনালীর কোটিনাইন পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি করে করা হবে।নিয়মিত প্রিমিয়াম প্ল্যানের অধীনে সারেন্ডার ভ্যালু শূন্য। এ ছাড়া একজন গ্রাহক অতিরিক্ত প্রিমিয়াম প্রদানের জন্য একটি দুর্ঘটনা সুবিধা রাইডারকেও বেছে নিতে পারেন।

এই প্ল্যানে নূন্যতম অঙ্ক রয়েছে ২৫ লক্ষ টাকা এবং সর্বোচ্চ অঙ্ক কিছু বলা হয়নি। ১৮ থেকে ৬৫ বছর বয়সীরা এই প্ল্যান নিতে পারবেন। প্ল্যানের মেয়াদ ১০ থেকে ৪০ বছর। পাশাপাশি একবার অর্থের পরিবর্তে পাঁচ বছরের মেয়াদে কিস্তিতে ডেথ বেনিফিট পাওয়ার একটি বিকল্প রয়েছে এই পলিসিতে। অন্যদিকে টেক টার্ম প্ল্যান সম্পর্কে এখনও তথ্য জানা যায়নি।

Exit mobile version