Pentagon: ফাঁস পেন্টাগনের নথি, ছিল যুদ্ধের সিক্রেট! বিপাকে যুক্তরাষ্ট্র

।। প্রথম কলকাতা ।।

Pentagon: ফাঁস হয়ে গিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দপ্তর পেন্টাগনের (Pentagon) গোয়েন্দা তথ্য। যার কারণে মহা চিন্তায় পড়েছে যুক্তরাষ্ট্রের (US) রাজনীতিবিদরা। দেশটির গোয়েন্দা কর্মকর্তাদের মাথায় হাত। বাইডেন প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে দেশটির রাজনীতিবিদরা। গোয়েন্দা বিভাগের সদর দফতর থেকে গোয়েন্দা তথ্য ফাঁস হয়ে যাওয়া মুখের কথা নয়। কে বা কারা কোন উদ্দেশ্যে এমন কাজ করেছে এই বিষয়ে তদন্ত চলছে। ঘটনাকে কেন্দ্র করে গোটা বিশ্বজুড়ে শুরু হয়ে গিয়েছে নানান আলোচনা সমালোচনা। বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্র বলে মনে করা হয় মার্কিন যুক্তরাষ্ট্রকে। সেখান থেকে যদি তথ্য চুরির মত ঘটনা ঘটে তাহলে তা সত্যি ভাববার বিষয়। এই কাজ যে একেবারেই সাধারণ ঘটনা নয় তা হাড়ে হাড়ে বুঝতে পেরেছে যুক্তরাষ্ট্র।

সাধারণত গোয়েন্দা তথ্য কঠোর ঘেরাটোপের মধ্যে সুরক্ষিত রাখা হয়। যা ফাঁস হয়ে যাওয়া একেবারেই সহজ নয়। যদি নথি যুক্তরাষ্ট্রের শত্রু দেশের হাতে পড়ে যায় তাহলে বেশ চাপে পড়ে যেতে পারে দেশটি। আপাতত যুক্তরাষ্ট্র তার সমস্ত সংস্থাকে কাজে লাগিয়ে নথি উদ্ধারের চেষ্টা করছে। বিশেষজ্ঞ মহল আশঙ্কা করছে, যদি ওই নথি গোটা বিশ্বের কাছে প্রকাশ্যে চলে আসে তাহলে যুক্তরাষ্ট্রের সঙ্গে বিভিন্ন দেশের বৈদেশিক সম্পর্ক ভাঙনের মুখে পড়তে পারে।

চুরি যাওয়া নথিতে ঠিক কোন কোন তথ্য রয়েছে তা নিয়ে গোটা বিশ্বজুড়ে জোর জল্পনা চলছে। জানা যাচ্ছে, মোট ৫৩ টি নথি ফাঁস হয়েছে। যা তৈরি করা হয়েছিল ২০২৩ এর ফেব্রুয়ারি থেকে মার্চ মাসের মধ্যে। নথি গুলি স্পর্শকাতর গোয়েন্দা তথ্যে ভরপুর। এগুলির মাধ্যমে মার্কিন গোয়েন্দা সংস্থা বন্ধু এবং শত্রু রাষ্ট্র গুলির উপর নজরদারি রাখে। সেই বিষয়ে নানান গুরুত্বপূর্ণ তথ্য ছিল। বলা হচ্ছে, ফাঁস হয়ে যাওয়া নথিতে ইউক্রেনেরে প্রতিরক্ষা বিভাগ সম্পর্কে নানান তথ্য রয়েছে। বিশেষ করে সশস্ত্র বাহিনীর ব্যাটেলিয়ানের আকার, দেশটির আকাশ প্রতিরক্ষা বাহিনী এবং যুদ্ধ ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র ঠিক কোন কোন স্টেপ নেবে সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে। এমনকি তাদের নজরে ছিল জেলেনস্কিও।

সিএনএন এর প্রতিবেদন অনুযায়ী, যুক্তরাষ্ট্রের মিত্র দেশ দক্ষিণ কোরিয়া, ইউক্রেন এবং ইসরায়েলসহ নানান দেশের গোয়েন্দা তথ্যও ওই নথিতে রয়েছে। এমনকি মার্কিন গোয়েন্দারা কিভাবে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে দেশটির সেনা সরবরাহকারী সংস্থার উপর গুপ্তচরবৃত্তি করেছিল সেই বিষয়ে আলোকপাত করা হয়েছে। উল্লেখ রয়েছে দক্ষিণ কোরিয়ার যুক্তরাষ্ট্রের কাছে গোলাবারুদ চাওয়ার বিষয়টি।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version