Bajaj Chetak: ভারতের বাজারে লঞ্চ হল বাজাজ চেতকের নতুন প্রিমিয়াম সংস্করণ, ফিরল নস্ট্যালজিয়া

।। প্রথম কলকাতা ।।

Bajaj Chetak: ভারতের বাজারে লঞ্চ হয়ে গেল বাজাজ অটোর ইলেকট্রিক স্কুটার বাজাজ চেতকের নতুন প্রিমিয়াম সংস্করণ। গত বৃহস্পতিবার লঞ্চ হয়েছে প্রিমিয়াম সংস্করণের এই স্কুটারটি। এই প্রিমিয়াম সংস্করণের দাম রাখা হয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৯১০ টাকা। বাজাজ চেতক ইলেকট্রিক স্কুটারের দামও আপডেট করা হয়েছে, যার দাম রাখা হয়েছে ১ লক্ষ ২১ হাজার ৯৩৩ টাকা (এক্স-শোরুম)।

বাজাজ অটো চেতক প্রিমিয়াম সংস্করণ ২০২৩-এর জন্য বুকিং নেওয়া শুরু করেছে। বাজাজ জানিয়েছে, প্রিমিয়াম সংস্করণ ইলেকট্রিক স্কুটারের ডেলিভারি চলতি বছরের এপ্রিলের পরে শুরু হবে। বাজাজের নতুন এই প্রিমিয়াম সংস্করণ ইলেকট্রিক স্কুটারটি ইকো মোডে একবার চার্জে ৯৫ কিলোমিটার এবং স্পোর্ট মোডে ৮৫ কিলোমিটার পর্যন্ত রেঞ্জ দিতে সক্ষম।

বাজাজ চেতকের নতুন মডেলে রয়েছে দুর্দান্ত ফিচার্স। নতুন চেতক ইলেকট্রিক স্কুটরটি তিনটি রঙে উপলব্ধ হবে। সেই তিনটি রঙ হল ম্যাট গ্রে, ম্যাট ক্যারিবিয়ান ব্লু এবং সাটিন ব্ল্যাক। স্কুটারটিতে রয়েছে অল কালার এলসিডি কন্ট্রোল। ক্লাসিক লুক চেতকের আকর্ষণ আরও বাড়িয়ে দিয়েছে। থাকছে ৩ কিলো ওয়াট লিথিয়াম-আয়ন ব্যাটারি। যা ৩.৮ কিলো ওয়াট বৈদ্যুতিক মোটর দ্বারা চালিত হবে।

এছাড়াও থাকছে হেডল্যাম্প, কেসিং, ব্লিংকার্স এবং সেন্ট্রাল ড্রিম এলিমেন্টস ও চারকোল ব্ল্যাক থিমে সাজানো হয়েছে। বাজাজ চেতক প্রিমিয়াম সংস্করণ আগের মতোই মেটাল বডি এবং অন বোর্ড চার্জের সঙ্গে পাওয়া যাবে। এখন দেখার ভারতের বাজারে অন্যান্য ইলেকট্রিক স্কুটারগুলির সঙ্গে প্রতিযোগিতায় কতটা টেক্কা দিতে পারে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version