Nuclear Weapon: শক্তিশালী হচ্ছে কিমের পারমাণবিক ডুবোজাহাজ! আমেরিকা রুখবে কীভাবে?

।। প্রথম কলকাতা ।।

Nuclear Weapon: উত্তর কোরিয়ার একনায়ক কিম জং উন একের পর এক নিজের ব্রহ্মাস্ত্র বার করছে। যদিও বিষয়টি একেবারেই নতুন নয়। কিম জং উন-কে বারংবার দেখা গিয়েছে শক্তি প্রদর্শন করতে। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার সঙ্গে চাপান উতোরের জেরে পিয়ংইয়ং-এর তরফ থেকে বেশ কতগুলি শক্তিশালী মিসাইলের পরীক্ষা হয়েছে। অপরদিকে আমেরিকা প্রকাশ্যে এনেছে ভয়ঙ্কর বোমারু বিমান ল্যান্সার। গত বছরই বিশ্বের সবথেকে শক্তিশালী ক্ষেপণাস্ত্র প্রদর্শন করেছিলেন কিম। আকর্ষণের কেন্দ্রে ছিল নতুন ধরনের ব্যালস্টিক ক্ষেপণাস্ত্র। উন্নত সাবমেরিন থেকে কিভাবে ব্যালেস্টিক মিসাইল সফল এবং দ্রুততার সঙ্গে নিক্ষেপ করা যায়, সেই বিষয়ে উত্তর কোরিয়া বহুদিন ধরেই গবেষণা চালাচ্ছিল। গত বছর উত্তর কোরিয়া তৈরি করেছিল সামমেরিন লঞ্চড ব্যালিস্টিক মিসাইল। যেটি মূলত ডুবোজাহাজ থেকে উৎক্ষেপণ করার ক্ষেপণাস্ত্র। তখন উত্তর কোরিয়া দাবি করে, সেটি বিশ্বের সবথেকে শক্তিশালী সাবমেরিন চালিত ক্ষেপণাস্ত্র। এবার কিম দাবি করলেন, উত্তর কোরিয়ার কাছে আসতে চলেছে নতুন পারমাণবিক ডুবোজাহাজ।

কিম জং উন জানিয়েছেন, পিয়ংইয়ং তৈরি করছে পারমাণবিক ডুবোজাহাজ। যেখানে রীতিমত ঠাসা থাকবে নানান বৈদ্যুতিক এবং সামরিক সরঞ্জাম। এই জাহাজ বিশেষ গুণসম্পন্ন, কারণ এখানে উপগ্রহের উপর নজরদারি করার ব্যবস্থা রয়েছে। আন্তর্জাতিক ক্ষেত্রে কিমের একরোখা দাপটের কারণে বহু দেশের সাথে উত্তর কোরিয়ার সম্পর্ক খুব একটা ভালো নয়। বিশেষ করে আমেরিকা আর দক্ষিণ কোরিয়ার সাথে একেবারেই বনিবনা হয় না। উত্তর কোরিয়া অত্যন্ত শক্তিশালী একটি দেশ। কিমের পারমাণবিক ডুবোজাহাজকে মাত দেওয়ার জন্য আমেরিকার ভাঁড়ারে কোন শক্তিশালী অস্ত্র আছে কিনা, এই নিয়ে উঠছে নানান প্রশ্ন।

এসব জল্পনার মাঝে গত ১৮ই নভেম্বর রীতিমত বোমা ফাটিয়েছেন জাপানের প্রতিরক্ষা মন্ত্রী। তিনি জানান উত্তর কোরিয়া আমেরিকার মূল ভূখণ্ডে হামলা চালানোর মতো উন্নত ক্ষেপণাস্ত্রের প্রযুক্তি আয়ত্ত করে ফেলেছে। চলতি বছরের শুরু থেকে উত্তর কোরিয়ার পরমাণু পরীক্ষার পরিকল্পনা নিয়ে সন্দেহ প্রকাশ করে ওয়াশিংটন। এই ঘটনা একেবারেই স্বাভাবিক। কারণ বছরের শুরু থেকেই যেভাবে উত্তর কোরিয়া ধারাবাহিকভাবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা শুরু করেছে তাতে বহু দেশই কিম জং উনের উপর সন্দেহ করছে।

এরই মাঝে চাঞ্চল্য ছড়িয়েছে পারমাণবিক ডুবোজাহাজ নিয়ে। যেটির কাজ শুরু হয়েছে ২০১৯ সালে। উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী, তাদের কাছে প্রায় ৭১টি ডুবোজাহাজ রয়েছে। তবে সব থেকে শক্তিশালী নতুন পরমাণু ডুবোজাহাজ। এটি অনায়াসে পারমাণবিক ক্ষেপণাস্ত্র ছুঁড়তে পারে। কিমের এই ডুবোজাহাজ বহু কিলোমিটার দূরে থাকা শত্রু জাহাজ মুহুর্তে ধ্বংস করে রাখার ক্ষমতা রাখে । বহু বিশেষজ্ঞ মনে করছেন, একসময় সোভিয়েতের বিখ্যাত রোমিও ক্লাস ডুবোজাহাজকে কিম আধুনিক রূপ দিয়েছেন। যার ওজন প্রায় ২০ লক্ষ কিলোগ্রাম।

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version