Kim jong Un: পরমাণু শক্তি নিয়ে খতরনাক পরিকল্পনা কিমের! জানিয়ে দিলেন বিশ্বকে

৷৷প্রথম কলকাতা৷৷

Kim jong Un: উত্তর কোরিয়ার ভয়ানক প্ল্যানটা বিশ্বের সামনে বলে দিলেন কিম জং উন৷ এ কোন সর্বনাশের দিকে এগিয়ে যাচ্ছে এদেশ৷ বিশ্বের সবথেকে শক্তিশালী সেনাবাহিনী প্রস্তুত হয়ে গেছে দেশের ভিতর? পারমাণবিক শক্তিতে এতটা কীভাবে এগিয়ে গেল পিয়ংইয়ং? যে দেশ টিটিপক্ষীর মতো বিশ্বের আনাচে কানাচের খবর নিতে থাকে সে দেশও এবার দাহা ফেল৷ এই প্রথমবার বিশ্বের সামনে উত্তর কোরিয়া খোলসা করে দিল তাদের পরিকল্পনার কথা৷ প্ল্যান যেমন আগ্রাসী তেমনই ভয়ানক৷ কিমকে রুখতে না পারলে বড় বিপর্যয় নেমে আসবে, আশঙ্কা প্রতিরক্ষাবিদদের একাংশে৷

উত্তর কোরিয়া ২০২২ এ যেন যুদ্ধাস্ত্রের খেল দেখাচ্ছে একের পর এক৷ কিন্তু আসলে কতটা ক্ষমতা চলে এসেছে এই দেশটার হাতে কেউ খোঁজ রাখেনি৷ কিম জং উন পরিস্কার এবার জানিয়ে দিলেন, তিনি চান, পরমাণু শক্তির নতুন সম্ভার নিয়ে বিশ্বদরবারে হাজির হতে চায় উত্তর কোরিয়া৷ পরমাণু শক্তি নিয়ে পিয়ংইয়ং যে কিছু একটা চক্কর চালাচ্ছে, গোপনে অনেকটা কিছু করে ফেলছে সেই তথ্য স্যাটেলাইট ছবির মাধ্যমে দেখে আগেই আশঙ্কা করেছিল বিশ্ব প্রতিরক্ষা মহলের একাংশ৷ কিন্তু এতটা হয়ত তারাও ভাবেনি৷ জাপানের উপকূলে পরমাণু অস্ত্রবাহী হোয়াসং সিরিজের ক্ষেপণাস্ত্র নিক্ষেপ বিশ্বে চমকে দিয়েছে উত্তর কোরিয়া৷ কিম বলছেন, হোয়াসং-১৭ বিশ্বের সবচেয়ে শক্তিশালী ক্ষেপণাস্ত্র

কনফিডেন্স আরও বেড়ে যাচ্ছে কিমের ক্ষমতা যত বাড়ছে৷ আর এবার ময়দানে খতরনাক সাবমেরিন৷ অনেকে বলছেন এটাই উত্তর কোরিয়ার ব্রহ্মাস্ত্র৷ উত্তর কোরিয়া এমন এক ডুবোজাহাজ বানাচ্ছে, যা পারমাণবিক শক্তিচালিত৷ ডুবোজাহাজ বৈদ্যুতিক যুদ্ধসরঞ্জাম এবং অন্যান্য সামরিক সরঞ্জামে ঠাসা থাকবে৷ এমনকি উপগ্রহের উপর নজরদারি করার ব্যবস্থা নাকি থাকছে এই ডুবোজাহাজে৷ যতটা জানা যায় এই সাবমেরিনের ব্যাপারে ততটাই উদ্বেগ বাড়ে৷ হিন্দুস্তান টাইমসের রিপোর্ট বলছে, আমেরিকার স্যাটালাইট যে তথ্য পাচ্ছে তাতে অনুমান,কিমের নির্দেশে তৈরি হওয়া এই ডুবোজাহাজ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়তে পারদর্শী

উত্তর কোরিয়ার দাবি, তাদের হাতে মোট ৭১টি ডুবোজাহাজ রয়েছে। তবে এই নতুন পরমাণু ডুবোজাহাজ বাকি সব ডুবোজাহাজকে সহজেই কুপোকাত করবে এমনটাই দাবি সে দেশের সামরিক কর্তাদের গত দু’মাস ধরে টানা ক্রুজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করছে কিম জংয়ের দেশ৷ এমনি এমনি যে সেটা নয় সেটা ধারণা করা যায়৷ তবে উত্তর কোরিয়ার মতো দেশ আর কিমের মতো প্রশাসকের হাতে এত ক্ষমতা এলে এ যে শুধু আমেরিকা নয় বিশ্বের কাছে হুমকি বলছে কূটনৈতিক মহল৷

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version