Jaya Ahsan: আবারও UNDP’র শুভেচ্ছাদূত জয়া আহসান, আনন্দিত হয়ে কী বললেন অভিনেত্রী?

।। প্রথম কলকাতা।।

Jaya Ahsan: দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী তিনি। আলাদা করে তাঁর পরিচয় লাগে না, এক নামে তাঁকে সবাই চেনে। বিভিন্ন উন্নয়নমূলক কাজের সঙ্গে বরাবরই যুক্ত রেখেছেন নিজেকে। এবার তাঁর ভক্তদের জন্য খুশির খবর নিয়ে এসেছেন। ইউএনডিপি-র কর্মসূচিতে শুভেচ্ছাদূত হিসেবে নির্বাচিত হয়েছেন জয়া আহসান (Jaya Ahsan)। আনন্দের সীমা নেই অভিনেত্রীর। সোশ্যাল মিডিয়ায় নিজে শেয়ার করেছেন সেই মুহূর্তের ছবি।

আগামী ২ বছরের জন্য নির্বাচিত হয়েছেন তিনি। আনন্দের সহিত ট্যুইটারে লিখেছেন, ‘দ্বিতীয়বার জাতিসংঘের শুভেচ্ছাদূত হতে পেরে অত্যন্ত খুশি আমি। আগামী দু’বছর UNDP’র সঙ্গে আবহাওয়া পরিবর্তন, লিঙ্গভেদ ও পরিবেশ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে কাজ করব। সেইসঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে কাজ করতে পারব ভেবে ভালো লাগছে’।

‘প্রথম আলো’ সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী অভিনেত্রী জানিয়েছেন, এসডিজি (SDG) অর্থাৎ সুন্দর এই পৃথিবী রক্ষার জন্য যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে তা অর্জনের জন্য মাত্র হাতে রয়েছে ৭ বছর। ২০৩০-এর মধ্যে এসডিজি অর্জন করতে হলে আমাদের প্রত্যেককে নিজেদের ভূমিকা পালন করতে হবে ঠিকভাবে। পাশাপাশি ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার জানিয়েছেন, ‘জয়া আহসানের মত একজন তারকা, যিনি অভিনয় ছাড়াও সমাজের উন্নয়নে প্রতিজ্ঞাবদ্ধ, তাঁকে ইউএনডিপি’র শুভেচ্ছাদূত হিসেবে পেয়ে আমরা খুশি। গত এক বছরে তাঁর মাধ্যমে দেশের বাইরের মানুষের কাছে পৌঁছানো গিয়েছে। ২০২১-এ তাঁকে এক বছরের জন্য শুভেচ্ছাদূত হিসেবে ঘোষণা করা হয়েছিল। ২০২২-এ তা শেষ হলে ফের আরো দু’বছরের জন্য শুভেচ্ছাদূত হিসেবে তাঁকে চুক্তিবদ্ধ করা হয়েছে। অভিনেত্রীর সাফল্যে মুগ্ধ ওপার বাংলা সহ এপার বাংলার বহু মানুষ। খবর জানাজানি হতেই অভিনেত্রীকে অভিনন্দন জানিয়েছেন তাঁর ভক্তকূল।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version