ইতালিকে লুটেছে চীন, টের পেতেই জাল ছিঁড়ে বেরোনোর ছক! শেষ হাসি হাসলো ভারত

।। প্রথম কলকাতা ।।

চীনের পর্দা ফাঁস! চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের চক্করে পড়ে, বোকা বনে গেছে ইতালি। মুনাফা লুটেছে বেইজিং, ইতালি তো শূণ্য। বড় সিদ্ধান্ত নিয়ে ফেললো দেশটা। সেফ খেলতে চাইছে ইতালি। সত্যিই কী চীনের এই প্রজেক্ট ‘ঋণের ফাঁদ’? আগেই সতর্ক করেছিল ভারত। এবার পস্তাচ্ছে ইতালি, যোগ্য জবাব দিতে চিনকে বড় ধাক্কা। কী করবে চীন?

বছর চারেক পেরোতেই টের পেল ইতালি। চার বছর আগে চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ মানে BRI প্রকল্পে যোগ দেওয়া বড় ভুল ছিল ইতালির। ওটা ছিল একটা “তাৎক্ষণিক ও বিধ্বংসী সিদ্ধান্ত” সাফ জানিয়ে দিল ইতালি। যে প্রকল্পে ইতালিতে চিনের রপ্তানি বহুগুণ বেড়ে গেলেও, চীন ব্যবসায় লাভবান হলেও ইতালির বিন্দুবিসর্গ লাভ হয়নি। আর ইম্পরট্যান্ট ফ্যাক্টর হলো ইতালি এই প্রকল্পে অংশগ্রহণ করা প্রধান পশ্চিমি দেশ ছিল। আর, ইতালির পূর্ববর্তী সরকার চীনের সঙ্গে এই ডিল করেছিল। কিন্তু, ইতালির বর্তমান সরকার চিনের এই প্রকল্পের নিয়ে অনুতপ্ত। তারা এখন এই ডিল ভেঙে বেরোতে চাইছে কিন্তু, সেটাও সেফ ওয়ে তে। চীন ইতালির প্রতিযোগী হলেও পার্টনার। আর তাই তাদের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখা হবে, অর্থাৎ চীনের সাথে সম্পর্কের ক্ষতি না করে কিভাবে BRI প্রকল্প থেকে সরে আসা যায় সেই চেষ্টাই চালাচ্ছে ইতালি।

এই BRI প্রকল্প চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের একটা এমন প্ল্যান যার মাধ্যমে চীনকে এশিয়া, ইউরোপ, আফ্রিকার সঙ্গে বাণিজ্যের জন্য যুক্ত করতে চান, যাকে নতুন সিল্ক রুটও বলা হচ্ছে। এই প্রকল্পে বৃহৎ পরিকাঠামো নির্মাণে চীন বিপুল পরিমাণ অর্থ ব্যয় করছে। তবে সমালোচকরা বলছেন, চিন তার ভূ-রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করছে এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ প্রকল্পকে। আজ নয়, অলরেডি অনেক আগেই ভারত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ সহায়তাকে ‘ঋণের ফাঁদ’ বলে আখ্যা দিয়ে দিয়েছিল। চীনের আর্থিক সহায়তা গ্রহণ করার বিষয়ে বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সদস্য দেশগুলোকে সতর্ক করেছিল। আর, ভারতের কথা না শোনায় এখন পস্তাতে হচ্ছে ইতালি সহ আরও অনেক দেশকে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version