।। প্রথম কলকাতা ।।
হামাসের বিরুদ্ধে মহাঅস্ত্র মাঠে নামাল ইজরায়েল। আলোর ঝলকানিতে চোখের নিমেষে ধ্বংস হবে রকেট। ধৈর্যের পরীক্ষা নিও না ইরানকে চরম হুঁশিয়ারি নেতানইয়াহুর। হামাসকে টিকে থাকতে হলে অন্য পথ নিতে হবে। এবার ইজরায়েলের একের পর এক অস্ত্র নামানোর পালা? হামাস স্ট্র্যাটেজিতে বাজিমাত করেছে কিন্তু অস্ত্রসম্ভারে পেরে উঠবে তো? হামাস প্রথম থেকে রকেট দিয়ে খেলা শুরু করেছিস এবার সেই রকেট এবং মর্টার হামলা ঠেকাতেই যুদ্ধের ময়দানে ‘মহাঅস্ত্র’-কে কাজে লাগানো শুরু করল ইজ়রায়েল।
মহাঅস্ত্র বলা হচ্ছে ইজরায়েলের আয়রন বিমকে আয়রন ডোম ভেবে কিন্তু ভুল করবেন না। ইজরায়েলের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী আকাশপথে হামাসের হামলা ঠেকাতে শক্তিশালী ‘লেজ়ার পয়েন্ট ডিফেন্স সিস্টেম’-কে সক্রিয় ভাবে কাজে লাগাবেন নেতানইয়াহুর ফোর্স। আর সেই অস্ত্রের নামই ‘আয়রন বিম’। এই আয়রন বিম কীভাবে কাজ করে? যে এর এক এফেক্টে শত্রুতা হবে বাজিমাত? হিজবুল্লা ও ইরানকে তুলোধনা করলেন নেতানইয়াহু। লেবাবনের সশস্ত্র গোষ্ঠী হিজ়বুল্লা এবং তাদের মদতদাতা ইরানকে নেতানইয়াহুর হুঁশিয়ারি, ‘‘আমাদের ধৈর্য্যের পরীক্ষা নেবেন না’’, কিন্তু অনেকেই বলছেন এর মধ্যে আসলে রয়েছে উদ্বেগের সুর। হাসান নাসারুল্লার নেতৃত্বাধীন শিয়া সশস্ত্র বাহিনী হিজবুল্লার হাতে থাকা মাঝারি পাল্লার ‘গাইডেড’ ক্ষেপণাস্ত্রগুলি তেল আভিভের বড় চিন্তার কারণ। সেটাও কি ধ্বংস করতে সক্ষম আয়রন বিম?
আন্তর্জাতিক প্রতিরক্ষা মহলের দাবি আয়রন বিম লেজ়ার অস্ত্রটি স্বল্পপাল্লার। যাতে কাছের কোনও রকেট, ড্রোন বা গোলাকে ধ্বংস করতে পারে কিন্তু হামাসের সঙ্গে এই সংঘাতে আয়রন বিম-এর রেঞ্জ বাড়ানো হয়েছে। ফলে অনেক দূরের রকেটও নিমেষে ধ্বংস করছে এটি একটি ‘ডায়রেক্টেড এনার্জি ওয়েপন এয়ার ডিফেন্স সিস্টেম’। ৭ কিলোমিটার দূরত্বের কোনও লক্ষ্যবস্তুকে নিখুঁত ভাবে ধ্বংস করতে সক্ষম। ‘আয়রন বিম’ থেকে যখন লেজ়ার রশ্মি বেরিয়ে শত্রুপক্ষের রকেট, ক্ষেপণাস্ত্রকে খতম করে দেয় কিন্তু বিশেষজ্ঞরা বলছেন একে ব্যবহার করা যথেষ্ট খরচসাপেক্ষ। লেজ়ার রশ্মির এক বারের ব্যবহারে খরচ হয় ভারতীয় মুদ্রায় দেড় লক্ষ টাকারও বেশি। এক একটি লেজ়ার ক্ষেপণাস্ত্রের দাম প্রায় ৮ লক্ষ টাকা।
আগেই এই শক্তিশালী অস্ত্রের পরীক্ষা চালাচ্ছিল ইজ়রায়েল। তার মাঝেই সেটিকে যুদ্ধের ময়দানে নামিয়ে দেওয়া হয়েছে বলে খবর। একটি ভিডিয়োও প্রকাশ্যে এসেছে যদিও ভিডিয়োটির সত্যতা যাচাই করেনি প্রথম কলকাতা তবে ইন্ডিয়া টুডের রিপোর্ট বলছে হয়ত গোটা দেশে এই লেজ়ার অস্ত্রকে মোতায়েন করা হয়েছে ইজরায়েলের চতুর্সীমানায় কড়া নজরদারি চালাচ্ছে এই ‘আয়রন বিম’।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম