Tulsi : বাড়িতে তুলসী গাছ রয়েছে ? স্পর্শ করার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলি

।। প্রথম কলকাতা।।

Tulsi : হিন্দু ধর্মে তুলসী গাছের গুরুত্ব অনেক বেশি। হিন্দু ধর্মাবলম্বীরা এটিকে অত্যন্ত পবিত্র গাছ বলে মনে করেন। এছাড়াও এই গাছকে ঘিরে একাধিক ধর্মীয় বিশ্বাস রয়েছে। দেবতাদের মতোই বাড়িতে থাকা তুলসী গাছকে ( Tulsi Plant) সকাল সন্ধ্যা ধূপ প্রদীপ দেখানো হয় । শুধুমাত্র যে ধর্মীয় বিশ্বাস তাই নয়, আয়ুর্বেদ ( Ayurveda) শাস্ত্রেও তুলসী গাছের গুরুত্ব যথেষ্ট বেশি । প্রায় সকল হিন্দু ( Hindu) ধর্মাবলম্বীদের বাড়িতে ছোট হলেও একটা তুলসী গাছের খোঁজ পাওয়া যায়। যদিও পূর্বে বাড়িতে তুলসী মঞ্চ করে তুলসী গাছ বসানো হতো কিন্তু এখন জায়গার অভাবে অনেকেই টবে কিংবা ছোট পাত্রে তুলসী গাছ রেখে থাকেন।

বিভিন্ন পুজোর ক্ষেত্রে তুলসী পাতা প্রয়োজন হয়। ভগবানকে ভোগ নিবেদনের জন্যও তুলসী পাতা অপরিহার্য। কিন্তু বাড়িতে তুলসী পাতা থাকলেই আপনি অন্যান্য গাছের মতো সেটিকে যখন তখন ছুঁতে পারবেন না । তুলসী গাছ স্পর্শ করার আগে অবশ্যই বিশেষ কয়েকটি বিষয় সম্পর্কে সচেতন থাকতে হবে । আর কোনভাবেই তুলসীর যত্নে যাতে ত্রুটি না হয় সেই দিকেও নজর রাখতে হবে তুলসী পাতা গাছ থেকে তোলার পূর্বে অথবা তুলসী গাছ স্পর্শ করার পূর্বে এই বিষয়গুলি মেনে চলুন-

১. দিনের যে কোন সময় তুলসী পাতা ছিঁড়ে ফেলবেন না। সূর্যাস্তের পরে সন্ধ্যার সময় তুলসী গাছ স্পর্শ করাই উচিত নয়। সেই সময়তে তুলসী পাতাও ছেঁড়া ঠিক নয় বলে মনে করা হয়।

২. তুলসী গাছ যদি বাড়িতে না থাকে তাহলে বাইরে থেকে আপনি কিনে আনতে পারেন অথবা কারও কাছ থেকে চারা আনতে পারেন। কিন্তু সপ্তাহের কয়েকটি নির্দিষ্ট দিনে তুলসী গাছ বাড়িতে আনা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। যেমন বৃহস্পতিবার বাড়ির জন্য তুলসী গাছ কেনা যায়। বৃহস্পতিবার পুজো করা হয় ভগবান বিষ্ণুর। যেহেতু বিষ্ণুর অত্যন্ত প্রিয় বস্তু হল তুলসী, তাই বৃহস্পতিবার ঘরে তুলসীর আগমন সৌভাগ্য আসে গৃহস্থের।

৩. অপরিষ্কার বস্ত্রে কিংবা অপরিষ্কার হাতে স্পর্শ করতে নেই এই গাছ। আর তুলসী গাছের পুজো করতে হলে অবশ্যই আপনাকে প্রথমে স্নান করতে হবে। পরিষ্কার বস্ত্র পরিধান করতে হবে। তারপর তুলসী গাছে জল ঢেলে পুজো করতে পারবেন আপনি।

৪. যেকোনো গাছই প্লাস্টিকের পাত্রের বদলে মাটির পাত্রে লাগানোই বেশি ভালো বলে মনে করা হয়। কাজেই তুলসী গাছের ক্ষেত্রেও এই একই নিয়ম মেনে চললে ভালো।

৫. সকল দেবতার ভোগে তুলসী পাতা দেওয়া যায় না। যেমন ভগবান শিব এবং গণেশের ভোগে তুলসী পাতা না দেওয়াই উচিত। তবে দেবী লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর ভোগে অবশ্যই তুলসী পাতা নিবেদন করতে হয়।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version