শেষ হয়ে গেল পাকিস্তানের চলতি বিশ্বকাপ অভিযান? রয়েছে কঠিন অঙ্ক

।। প্রথম কলকাতা ।।

বিশ্বকাপের লড়াই যে ইতিমধ্যে যথেষ্ট কঠিন হয়ে উঠেছে, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। পরপর চার ম্যাচে হেরে ইতিমধ্যেই দেওয়ালে পিঠ ঠেকে গেছে পাকিস্তানের। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পরাজয়ের পর টুর্নামেন্টের সেমিফাইনালে ওঠা বাবর আজমের দলের কাছে কার্যত স্বপ্ন হয়েই থেকে গেল। শুক্রবার পাকিস্তান এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ উপভোগ করল ক্রিকেটবিশ্ব। এই ম্যাচে পাকিস্তান ক্রিকেট দলকে মাত্র ১ উইকেটে হারতে হয়েছে। ম্যাচের শেষ মুহূর্তে মরণকামড় দিয়েছিল পাকিস্তান। কিন্তু ম্যাচ জেতার জন্য সেটাও যথেষ্ট ছিল না।

এখন প্রশ্ন হল, দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়ে পাকিস্তানের সামনে শেষ চারের রাস্তা কী একবারেই বন্ধ হয়ে গেল? বলা যেতে পারে এখনও তা হয়নি। তাহলে কোন সমীকরণে সেই অসাধ্যসাধন করতে পারবে বাবরের দল? প্রোটিয়াদের বিরুদ্ধে পরাজয়ের পরেও কিছুটা হলেও আশার আলো বেঁচে আছে পাকিস্তান দলের কাছে। পর পর চারটি ম্যাচ হেরে যাওয়ায় এখন আর নিজেদের সব ম্যাচ জিতলেই হবে না বাবর আজমদের। তাকিয়ে থাকতে হবে অন্য দলের ম্যাচের দিকেও। বর্তমানে ৬ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে রয়েছে পাকিস্তান। পাকিস্তানের বাকি রয়েছে এখনও তিনটি ম্যাচ।

পাকিস্তানের এখনও ম্যাচ বাকি বাংলাদেশ, নিউজিল্যান্ড এবং ইংল্যান্ডের বিরুদ্ধে। এই তিনটি ম্যাচ জিতলে পাকিস্তানের হবে ১০ পয়েন্ট। এই পয়েন্ট নিয়ে ঈশ্বর ছাড়া কেউ তাঁদের সামনে শেষ চারের দরজা খুলে দিতে পারবে না। বাবরেরা যদি সব ম্যাচ জিতেও যান তাহলে শ্রীলঙ্কা এবং অস্ট্রেলিয়াকে নিজেদের বাকি সব ম্যাচ হারতে হবে। যা একপ্রকার অসম্ভব। পাকিস্তান এখন যে ফর্মে রয়েছে তাতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে জয় পাওয়া কঠিন হতে পারে। বাংলাদেশ এবং ইংল্যান্ড এখন পাকিস্তানের থেকে লিগ তালিকায় নীচে আছে।

শুক্রবার পাকিস্তান দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ায়, ভারতীয় ক্রিকেট দল দ্বিতীয় স্থানে নেমে গেছে। ৬ ম্যাচে ১০ পয়েন্ট পেলেও, ভারতের থেকে নেট রান রেটে অনেকটাই এগিয়ে প্রোটিয়ারা। পরের ম্যাচ ইংল্যান্ডের বিরুদ্ধে জিতলেই ফের শীর্ষে উঠে আসবে রোহিতের দল। বর্তমানে পয়েন্ট টেবিলের যা পরিস্থিতি তাতে দক্ষিণ আফ্রিকা, ভারত এবং নিউজিল্যান্ড খুব সহজেই শেষ চারে জায়গা করে নেবে। বাকি রয়েছে চতুর্থ স্থান। এই স্থানটি নিয়েই লড়াইয়ে রয়েছে বাকি দলগুলি। কোনও দল সেমিফাইনালে যাওয়ার জন্য আশার আলো দেখছেন তো আবার কেউ অপেক্ষায় রয়েছেন বড় কোন মিরাকেলের।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version