।। প্রথম কলকাতা ।।
মহালয়া শুভ নাকি অশুভ? হরিয়ানা কুরুক্ষেত্রে, প্রয়াগরাজ বা পুরীতে এদিন ঠিক কি করা হয় জানেন? বাংলায় আনন্দের আমেজ হলেও আসলে মহালয়ার মাহাত্মক কি? কেন মহালয়ার দিনকে বলা হয় ঈশ্বরের কাছে পৌঁছনোর পথ? মহালয়ার দিন হাতে গোটা কটা কাজ একেবারেই করবেন না। তাতে হতে পারে মহাবিপদ। মহালয়ার দিনই দেবীপক্ষের শুরু তাই বাংলার মানুষের কাছে এই দিনটার গুরুত্বই একেবারে আলাদা। কিন্তু দেশের বাকী রাজ্যে এইদিনটায় ঠিক কী করা হয় জানেন?মহালয়া পিতৃপুরুষদের স্মরণ করার দিন। সেই যুক্তিতেই অনেকে মনে করেন এদিন আসলে শোক পালনের দিন। এই দিনে পুর্বপুরুষের পৃথিবীতে পদার্পন করে। তাই তাদের জল ও পিন্ড দান করার রীতি রয়েছে। বিহারের গয়া, উত্তরপ্রদেশের বারাণসী, প্রয়াগরাজ, হরিদ্বারের গঙ্গার ঘাটে এদিন ভিড় পড়ে যায় মানুষের। একে বলা হয় পিত্রুপক্ষ বা পিতৃপক্ষ।
বায়ু পুরানে উল্লেখ করা আছে বিহারের গয়া দিয়ে যে ফলগু নদী বয়ে গেছে আসলে সেটা হল ভগবান বিষ্ণুর শরীর। তাই গয়ায় এদিন পিন্ডদান করলে মোক্ষ লাভ হয়। প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে যেখানে মিলিত হয়েছে গঙ্গা, যমুনা ও সরস্বতী সেখানে এই পিত্রুপক্ষের দিন পিন্ডদানকে পবিত্র মনে করা হয়। মহালয়াকে শুভ মনে করেন অনেকে কেন জানেন? কারণ এদিন থেকেই মাতৃপক্ষের সূচনা। সব অশুভ শক্তির বিনাশ হয়তাই মহালয়া শুভ। দুর্গাপুজো বয়ে আনে আনন্দ, আশা, শুভ চেতনা। এছাড়াও হিন্দু ধর্মের যে কোনও শুভ কাজেই পিতৃপুরুষদের স্মরণ করা হয়। এছাড়াও তর্পণের বৃহত্তর অর্থ জগৎব্যাপী এক মহামিলনক্ষেত্রের ইঙ্গিত দেয়। সেটিও কোনও ভাবে অশুভ হতে পারে না বলে মনে করেন অনেকে।
অনেকের মতে মহালয়ার দিন কোনও শুভকাজের শুরু না করাই ভাল। মহালয়ায় ধূমপান কিংবা মদ্যপান করাও উচিত নয়। পারলে এই দিনটিতে দানধ্যান করুন। দরিদ্রদের খাবার কিংবা পোশাক দিতেই পারেন। অবশ্য অনেকেই মহালয়ার দিন পুরিতেও যান। মহানদী ও ভার্গবি এই দুই নদী এক হয় পুরীতে। যা হিন্দু পুরান অনুসারে পবিত্র স্থান। মহালয়ার দিন অনেকে সেই স্থানেও যান পিন্ডদান করতে। হরিয়ানার কুরুক্ষেত্রে পবিত্র জলাধার সন্নিহিত সরোবর সেখানে নাকি সরস্বতী নদীর পবিত্র জল রয়েছে সেই জলেও চলে পিন্ডদানের পর্ব। পুরাণ মতে, ব্রহ্মার বরে মহিষাসুর অমর হয়ে উঠেছিলেন শুধুমাত্র কোনও নারীশক্তির কাছে তার পরাজয় নিশ্চিত ছিল। কথিত আছে মহালয়ার দিন অসুর ও দেবতাদের মধ্যে সংঘর্ষ হয়েছিল তাই এই মহালয়ার গুরুত্ব হিন্দু ধর্মে অনেক বেশি।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম