Turkey earthquake: তুরস্কের ভূমিকম্পে এরদোয়ান কি ভিলেন? ত্রাণ সাহায্য সত্ত্বেও কেন ব্রাত্য সিরিয়া?

Turkey earthquake: তুরস্কের ভূমিকম্পের দায় সবটাই কি এরদোগানের? প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যেও কেন রাজনৈতিক ষড়যন্ত্র চলছে তুরস্কে? সত্যি কি এরদোগান ভিলেন? তুরস্ক যা ত্রাণসাহায্য পাচ্ছে সিরিয়া সেই তুলনায় ব্রাত্য? তুরস্কে বিশ্বের সবচেয়ে বড় ‘তল্লাশি ও উদ্ধারকারী দল’ সত্ত্বেও বড় ব্লান্ডার! এরদোয়ান এযাত্রায় টিকে যেতে পারবেন আদৌ? মানুষ আর কাঁদতে পারছে না, শুকিয়ে যাচ্ছে চোখের জল৷ গলিগলিতে জিন্দা লাশ৷ সেই দেশটাতেই এখন রাজনীতি হচ্ছে তুমুল৷ এ বড় বিপর্যয়ের দায় কে নেবে? কাকে নিতেই হবে?

রেজেপ তাইয়িপ এরদোগানকে ভিলেন বানিয়ে দেওয়া হচ্ছে কেন? সত্যি কি ভূমিকম্পের আগে এবং পরে বড় গাফিলতি ছিল সরকারের? নাকি বদনামে দাগিয়ে দেওয়ার চেষ্টা এরদোগানকে? ভারতীয়রা এক চোখে দেখেন তুরস্কের প্রধানমন্ত্রীকে৷ বাংলাদেশিদের অনেকের কাছে এরদোগান মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ নেতা৷ তথ্য বলছে, ভূমিকম্পের জেরে তুরস্কের একটি শহর দু’ভাগে হয়ে গিয়েছে৷ দেখে মনে হবে, মাঝখান থেকে কেউ যেন চাপ দিয়ে শহরটিকে আড়াআড়ি ভাবে ভেঙে ফেলেছে। এরদোগান বলছেন এটি নিয়তির অংশ৷ কিন্তু বিবিসি বাংলার রিপোর্ট বলছে, তুরস্কে হাজার হাজার ভবন নির্মাণে দুর্নীতি হয়েছে গত ২০ বছরে৷ তুরস্কের ভূমিকম্প প্রকৌশল বিশেষজ্ঞরা বলছেন, তুরস্কের বেশিরভাগ নির্মাণই কোড অনুসরণ না করে তৈরি হয়েছিল৷

বিশেষজ্ঞদের মতে তুরস্কের মতো ভূমিকম্পপ্রবণ দেশে, বিল্ডিং কোড মতে , উচ্চ-মানের কংক্রিটকে রিবড ইস্পাত বার দিয়ে শক্তিশালী করতে হবে লম্বালম্বি কলাম এবং আড়াআড়ি বসানো বিমগুলোর কম্পনের প্রভাব শোষণ করার সক্ষমতা থাকতে হবে৷ অভিযোগ এরদোগানের সরকার ২০ বছর ক্ষমতায় থাকার পর প্রেসিডেন্ট এরদোয়ানের সরকার ভূমিকম্পের জন্য দেশকে প্রস্তুত করতে পারেনি।বিবিসির বাংলার রিপোর্ট অনুসারে, ১৯৯৯ সালের ভূমিকম্পের পরেই তো দুটি “ভূমিকম্প সংহতি কর” নামের তহবিল তৈরি করা হয়েছিল৷ বিভিন্ন মোবাইল ফোন কোম্পানির ভয়েস এবং ম্যাসেজিং সার্ভিসের উপর কর, ইন্টারনেট সেবা, ক্যাবল টিভি ও রেডিও’র উপর কর আরোপ করা হয়েছিল এর মাধ্যমে তুরস্কের সরকারের কোষাগারে প্রায় সাড়ে চারশ কোটি ডলার জমা হয়েছিল৷ প্রশ্ন উঠছে সেই টাকা যদি ভূমিকম্প থেকে মানুষকে রক্ষা করার কাজেই না লাগাল সরকার তাহলে গেল কই৷ মুখ যে কারোর বন্ধ করা যাবে না সেটাই বাস্তব৷

আপনি কি জানেন তুরস্কে ভারত বাংলাদেশ, ইউক্রেন, কাতার সহ বাকি দেশগুলোর ত্রাণ, সাহায্য সবটা পৌঁছলেও সিরিয়া অনেকাংশেই থেকে যাচ্ছে ব্রাত্য৷ বর্তমানে সিরিয়ায় বিদ্রোহীদের নিয়ন্ত্রিত শেষ অঞ্চল হল উত্তর-পশ্চিম সিরিয়ার ইদলিব প্রদেশ৷ এবার সেখানে ত্রাণ সরবরাহের অনুমতি দিয়েছে দেশটির সরকার৷ দেশটায় রাজনৈতিক উথালপাথাল অবস্থার মধ্যে ঝুঁঝছে প্রকৃতির বিপর্যয়ের সঙ্গে৷ কিন্তু একটা কথা বলুন তো, ভূমিকম্পের পরে পরেই সেনাবাহিনী, উদ্ধারকারী দল অ্যাকটিভ করার আগেই কেন এরদোগান সরকার টুইটার ব্লক করে দিল? যাতে সরকার বিরোধী ক্ষোভ না ছড়াতে পারে? মনে রাখতে হবে তুরস্কে৷ দেশটির মূল্যস্ফীতির হার ৫৭% হওয়ার কারণে জীবনযাত্রার খরচ আকাশছোঁয়া হয়ে পড়েছে৷ এর মাঝে এখন নরকযন্ত্রণা সহ্য করছে মানুষ প্রত্যেকটা সেকেন্ডে৷ এরদোগানের গদি শেষ পর্যন্ত বাঁচবে তো?

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version