Iron Dome: ইজরায়েলের আকাশে পাহারাদার আয়রন ডোম! রকেট-মর্টারের যম, হাত বাড়ালেই ভুল হবে

।। প্রথম কলকাতা ।।

Iron Dome: ইজরায়েলের আকাশ ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেছে শক্তিশালী “আয়রন ডোম”। ইজরায়েলকে কিভাবে রক্ষা করছে এই ডিফেন্স সিস্টেম? কেন আয়রন ডোম চর্চার কেন্দ্রে? ঝাঁকে ঝাঁকে ছুটে আসা রকেট-মর্টার নিষ্ক্রিয় হয় নিমেষে। আয়রন ডোম আসলে কী? কোথায় ইনস্টল করা থাকে? কবে থেকে আয়রন ডোম বাঁচিয়ে আসছে ইজরায়েলকে? এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাই ইজরায়েলের রক্ষাকবচ, শত্রুরা দিশেহারা। “আয়রন ডোম” লোহার গম্বুজ, বারংবার বাঁচিয়ে দিচ্ছে ইজরাইলকে, এটাই ফ্যাক্ট।

প্রতিপক্ষ দেশ থেকে ছুটে আসা রকেটের অধিকাংশই এই আয়রন ডোমের সুরক্ষাবলয়ে এসে থমকে যায়। আয়রন ডোম আসলে একটা প্রতিরক্ষামূলক আচ্ছাদন, অদৃশ্য এক দেওয়াল। যা ইজরায়েলের এয়ার ডিফেন্স সিস্টেম ব্যবহার করে থাকে। রকেট, মর্টার বা অন্য যে কোনও অস্ত্র এতে এসে ধাক্কা লেগে নিষ্ক্রিয় হয়ে যায়। ইজরায়েলে দাবি, প্রতিপক্ষের ছোড়া রকেটের প্রায় ৯০ শতাংশই তারা আয়রন ডোমের সাহায্যে নিষ্ক্রিয় করে দিতে পারে, এখানেই আয়রন ডোম এর সাক্সেস। কিন্তু, যুক্তরাষ্ট্রের অর্থায়নে তৈরি হওয়া এই অদৃশ্য দেওয়াল কাজ করে কীভাবে? আয়রন ডোম রাডার সিস্টেম, কন্ট্রোল ইউনিট ও মিসাইল ফায়ারিং ইউনিট এই তিনের সমন্বয়ে গঠিত। এর মধ্যে সবথেকে ইম্পরট্যান্ট রাডার সিস্টেম। শত্রুপক্ষের ছোঁড়া মিসাইল বা রকেট ও এর গতিপথ সঠিকভাবে শনাক্ত করতে রাডারের বিকল্প নেই। যা চারপাশে প্রায় ৭০ কিলোমিটারের মধ্যে থাকা বস্তুগুলোকে নিয়মিত স্ক্যান করে। আর কন্ট্রোল ইউনিট রাডার এবং রকেট ধ্বংসকারী মিসাইল এর মধ্যে কানেকশন রেখে চলে। কন্ট্রোল ইউনিট নির্দেশনা দেয় ফায়ারিং মিসাইল সিস্টেম কে। তখন শত্রু মিসাইলের দিকে ছুটে যায় ক্ষেপণাস্ত্র, আকাশেই ঘটে যায় বিস্ফোরণ।

সাধারণত কোনও দেশ তাদের আকাশ বা জলপথের সীমানায় এই ধরণের ক্ষমতাসম্পন্ন অদৃশ্য এক দেওয়াল বা আয়রন ডোম ইনস্টল করে রাখে। জেনে রাখুন, ইজরায়েল যে আয়রন ডোম পরিষেবা ব্যবহার করে তা বানিয়েছে ফ্রান্সের বিখ্যাত রাফাল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম। নির্দিষ্ট ট্র্যাকিং রাডার, ব্যাটারির মাধ্যমে বছরের সব সময় অ্যাক্টিভ থাকে এই আয়রন ডোম। আসলে, ২০০৬ সালে লেবাননে যুদ্ধ এবং তারপর হেজবোল্লা ও হামাস জঙ্গিদের তরফে ইজরায়েলের উত্তর-প্রান্তে ছোড়া হয় প্রায় ৪ হাজারের বেশি রকেট। যাতে ৪৪ জন ইজরায়েলির মৃত্যু হয়, বাড়ি ছাড়তে হয়েছিল প্রায় আড়াই লক্ষকে। এর পরই দেশের উত্তর-প্রান্তে নিরাপত্তা আঁটোসাঁটো করতে আয়রন ডোম পরিষেবা ইনস্টল করে ইজরায়েল সরকার। বিশ্বের অন্যতম অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মালিক ইজরায়েল। দেশটার আকাশ ঘিরে রীতিমতো চক্রব্যূহ তৈরি করেছে তাদের গর্ব এই আয়রন ডোম, যা ইজরায়েলকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছে। ফলে, ইসরাইলের অনুমতি ছাড়া শত্রুপক্ষের কোনো রকেট বা মিসাইল দেশটিতে আঘাত হানতে পারেনা। যদিও শত্রু দেশগুলো সম্প্রতি আঙ্গুল তুলে বলছে যে কখনো কখনো ইসরাইলের এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠিক মত কাজ করে না, তবু ইজরাইল তা মানতে নারাজ। দেশটার বক্তব্য, আর যাই হোক আয়রন ডোম কখনো ধোকা দিতে পারে না।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version