LIC Policy: মাত্র ৭১ টাকা বিনিয়োগ করে লাখ টাকার রিটার্ন! এলআইসির নতুন প্ল্যানে ফিউচার প্লানিং হবে সহজ

LIC Premium Endowment Plan: বাজারে এসেছে এলআইসির নতুন প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যান। যেখানে লগ্নি করে উচ্চ রিটার্ন পাওয়ার সুযোগ থাকছে বিনিয়োগকারীদের।

LIC Policy: মাত্র ৭১ টাকা বিনিয়োগ করে লাখ টাকার রিটার্ন! এলআইসির নতুন প্ল্যানে ফিউচার প্লানিং হবে সহজ

।। প্রথম কলকাতা ।।

বর্তমানে বাজারে ঢুঁ মারলে ঝুড়ি ঝুড়ি লগ্নির বিকল্প চোখে পড়ে। কোথাও স্টক মার্কেট তো কোথাও মিউচুয়াল ফান্ড। কিন্তু সেসব থাকা সত্ত্বেও যুগ যুগ ধরে মানুষের ভরসা রেখে এসেছে লাইফ ইন্সুরেন্স কর্পোরেশন (LIC)। ভারত তথা বিশ্বের অন্যতম পুরোনো বীমা সংস্থা। বিগত দিনে এলাআইসির একাধিক প্ল্যানে নিজেদের ভবিষ্যৎ মজবুত করেছেন বিনিয়োগকারীরা।

এই ট্রেন্ড বজায় রেখে বর্তমান এবং আগত বিনিয়োগকারীদের খুশি করতে নয়া প্লানের ঘোষণা করেছে এলআইসি। এই প্ল্যান হল প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যান (Premium Endowment Plan)। এই প্ল্যানে অনেক কম বিনিয়োগ করে অনেক বেশি রিটার্ন পেতে পারবেন। মাত্র ৭১ টাকা করে প্রতিদিন বিনিয়োগ করলে প্ল্যানের মেয়াদপূর্তি অর্থাৎ ম্যাচিউরিটির সময় হাতে আসবে ৪৮.৫০ লক্ষ টাকা।

LIC এর নতুন প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যান –

সহজ ভাষায় , এই পলিসি হল একটি নন-লিংকড জীবন বীমা পলিসি। যেখানে বীমা গ্রাহক ম্যাচিউরিটির পর সম্পূর্ণ অর্থ একসাথে পাবেন। রয়েছে ঋণ নেয়ার সুবিধা, যদি বীমা গ্রাহকের মৃত্যু হয় তাহলে তার বীমাকৃত অর্থ তার পরিবারের হাতে তুলে দেয়া হবে। এই পলিসির উদ্দেশ্য হল সন্তানের ভবিষৎ, তার শিক্ষা এবং অবসর সুসজ্জিত করা। এই পলিসিতে বীমা কভারেজ এবং পর্যাপ্ত ট্যাক্স সুবিধাও পাওয়া যাবে।

LIC এর প্রিমিয়াম এনডাউমেন্ট প্ল্যানের যোগ্যতা –

১. এই প্ল্যানে বিনিয়োগ করার জন্য সর্বোনিম্ন এবং সর্বোচ্চ বয়স ৮ বছর এবং ৫৫ বছর।

২. পলিসির মেয়াদ রয়েছে ১২ বছর থেকে ৩৫ বছর।

৩. পলিসির ম্যাচিউরিটি ৭৫ বছর পর্যন্ত।

৪. নূন্যতম বিনিয়োগ ১ লক্ষ টাকা সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই।

উদাহরণস্বরূপ, কেউ যদি ১৮ বছর বয়স থেকে এই প্ল্যানে বিনিয়োগ শুরু করে এবং ৩৫ বছরের মেয়াদ বেঁচে নেয় তাহলে তাকে বার্ষিক ২৬,৫৩৪ টাকা প্রিমিয়াম দিতে হবে ১০ লক্ষ টাকার বীমার জন্য। দ্বিতীয় বছর থেকে প্রিমিয়াম হবে ২৫,৯৬২ টাকা যা দিনের ভিত্তিতে হিসাব করলে দাঁড়ায় ৭১ টাকা। অর্থাৎ সবমিলিয়ে বিনিয়োগকারী ৯.০৯ লক্ষ টাকা বিনিয়োগ করে প্রায় ৪৮ লক্ষ টাকার বেশি রিটার্ন পাবে। নিকটবর্তী এলআইসি দপ্তরে গিয়ে অথবা স্বীকৃত এজেন্ট মারফত এই প্ল্যান সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন। বিশদ জানার জন্য বীমা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইটেও যোগাযোগ করতে পারেন।

Exit mobile version