INS Sindhukesari: ইন্দোনেশিয়ায় পৌঁছালো ভারতের সাবমেরিন সিন্ধুকেশরী, ঘুম উড়ল চীনের!

।। প্রথম কলকাতা ।।

INS Sindhukesari: দক্ষিণ চীন সাগরের (South China Sea) বড় অংশ চীন (China) বারংবার নিজেদের বলে দাবি করে। এই নিয়ে বিবাদের শেষ নেই। ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, তাইওয়ান এবং ব্রুনাইয়ের সঙ্গে চীনের বিরোধ রয়েছে। দক্ষিণ চীন সাগর বিরোধের মাঝে বড়সড় স্টেপ নিল ভারত (India)। এই প্রথম বার এতটা দূরত্বে ইন্দোনেশিয়ায় (Indonesia) পাঠানো হলো ভারতীয় সাবমেরিন (Indian Submarine) আইএনএস সিন্ধুকেশরী  (INS Sindhukesari)। যা চীনে নতুন সমস্যা তৈরি করতে পারে। বলা যেতে পারে, এই সাবমেরিন এশিয়ান দেশগুলিতে কূটনৈতিক এবং সামরিক পৌঁছানোর ক্ষেত্রে ভারতীয় নীতির অংশ হিসেবে ইন্দোনেশিয়ার জাকার্তায় পৌঁছেছে।

দক্ষিণ চীন সাগরে উত্তেজনার কারণ

ইন্দোনেশিয়ার নৌবাহিনী একটি টুইট করে জানিয়েছে, ভারত ও ইন্দোনেশিয়ার মধ্যে সম্পর্ক জোরদার করার জন্য ইন্দোনেশিয়ান নৌ বাহিনী ভারতীয় সাবমেরিন আইএনএস সিন্ধুকেশরীকে জাকার্তায় স্বাগত জানায়। এতটা দূরত্বে এই প্রথম ভারতীয় সাবমেরিন মোতায়ন করা হল। মনে করা হয়, জলের নিচে যুদ্ধ করার জন্য ভারতীয় নৌবাহিনীর সক্ষমতা সম্পর্কে এটি নতুন ধারণা প্রদান করবে। দক্ষিণ চীন সাগর নিয়ে কম বিবাদ নেই। এশিয়ান দেশ ইন্দোনেশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, মালয়েশিয়া, তাইওয়ান এবং ব্রুনাইয়ের সঙ্গে চীনের সম্পর্ক আদায় কাঁচকলায়। দক্ষিণ চীন সাগরের বিশাল অংশ চীন বারংবার নিজের বলে দাবি করে এসেছে। সেভাবে আলোচনা না করেই বেশ কয়েকটি কৃত্রিম দ্বীপ নির্মাণ করে ফেলেছে। পাশাপাশি এই দ্বীপগুলিতে সেনাও মোতায়ন করেছে। যার জেরে দক্ষিণ চীন সাগরে উত্তেজনার পারদ তুঙ্গে।

এশিয়ান দেশের সঙ্গে সম্পর্ক পোক্ত করছে ভারত

ইন্দোনেশিয়ার উপকূলে ভারতীয় সাবমেরিন মোতায়নে এমন এক সময় ঘটেছে যখন ফিলিপাইনের ২১ জন গত সপ্তাহে ব্রহ্মস অ্যান্টি সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের প্রশিক্ষণ সমাপ্ত করেছেন। এই প্রশিক্ষণ পর্ব চলে ২৩শে জানুয়ারি থেকে ১১ই ফেব্রুয়ারি পর্যন্ত। প্রশিক্ষণে ফিলিপাইনের নৌ সেনাদের ব্রহ্মসের অপারেশন এবং রক্ষণাবেক্ষণ সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। এই ক্ষেপণাস্ত্র ফিলিপাইনের কাছে বিক্রি করেছে ভারত। অপরদিকে মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার সঙ্গেও ভারতীয় বাহিনীর বেশ ভালই সম্পর্ক। এ থেকে এটা স্পষ্ট যে ভারত এশিয়ান দেশগুলিকে সাহায্য করছে, যা হয়তো চীনকে মোকাবিলা করার নীতির একটি অংশ হতে পারে। যৌথভাবে ভারত ও ইন্দোনেশিয়া নৌ বাহিনী আন্তর্জাতিক সমুদ্র সীমায় টহল দেয়। গত বছরই ভারত ইন্দোনেশিয়ার সঙ্গে দু দুবার এই কাজ করেছে।

নতুন আশা দেখাচ্ছে সিন্দুকেশরী

বিশেষজ্ঞ মহল মনে করছে, সাগরে ভারতের শক্তি দেখে উত্তেজনা বেড়েছে চীনের। কারণ এই প্রথম কোন ভারতীয় সাবমেরিন দক্ষিণ চীন সাগরে এতটা দূরত্ব অতিক্রম করেছে। বুধবার প্রায় তিন হাজার টন ডিজেল ইলেকট্রিক নিয়ে সাবমেরিন আইএনএস সিন্ধুকেশরী পৌঁছেছে জাকার্তায়, তাও আবার অপারেশনাল টার্নরাউন্ডের জন্য। একজন সিনিয়র নৌ অফিসার টাইমস অফ ইন্ডিয়াকে জানান, ভারতীয় যুদ্ধ জাহাজগুলি প্রায়শই ইন্দোনেশিয়া এবং অন্যান্য এশিয়ান দেশগুলোতে যায়, তবে দক্ষিণ চীন সাগরে প্রথমবারের মতো বিপ্পদজনক অস্ত্র নিয়ে ভারতীয় সাবমেরিন এতটা দূরত্ব অতিক্রম করল। অপরদিকে দেখা দিয়েছে নতুন আশার আলো। অনুমান করা হচ্ছে, ভারতের আইএনএস সিন্ধুকেশরী ইন্দোনেশিয়ায় পৌঁছানোর পর দক্ষিণ চীন সাগরের বিতর্কে চীনের সাথে আটকে থাকা তাইওয়ান, মালয়েশিয়া, ফিলিপাইন এবং ভিয়েতনামের সাবমেরিন সংক্রান্ত চুক্তির নতুন রূপ পাবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version