।। প্রথম কলকাতা ।।
Bangladesh: সময়টা ২০১৯ সাল, ভারতের (India) জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম (OTT Platform) জিফাইভ বাংলাদেশে (Bangladesh) যাত্রা শুরু করে। কিন্তু এই যাত্রার সাড়ে তিন বছর যেতে না যেতেই সামনে এল বেশ খারাপ খবর। জিফাইভ আপাতত বাংলাদেশ থেকে তাদের ব্যবসা গুটিয়ে নিচ্ছে। ২০১৯ সালের জুলাই মাসে বাংলাদেশে যখন প্রথম জিফাইভ পৌঁছায় তখন বাংলাদেশী তারকাদের নিয়ে জমকালো একটি আয়োজন করা হয়েছিল। যেখানে প্রতিশ্রুতি দেওয়া হয়, বিশ্বজুড়ে দর্শকদের কাছে জিফাইভ এর দৌলতে খুব সহজে এবং দ্রুত পৌঁছে যাবে বাংলাদেশি কনটেন্ট। নতুন বছর পড়তে না পড়তেই সেই জিফাইভ জানিয়ে দিল, বাংলাদেশে আর থাকবে না। ২০২৩ এর ১৫ই জানুয়ারি থেকে বাংলাদেশে এই প্ল্যাটফর্মে কোন কন্টেন্ট দেখা যাবে না। কিন্তু হঠাৎ করে কেন বাংলাদেশ থেকে ব্যবসা গোটালো এই সংস্থা? এই নিয়েই শুরু হয়েছে জোর জল্পনা।
বাংলাদেশে জিফাইভের কনটেন্ট নির্মাণ এবং সেই বিষয়ে দেখভাল করত এশিয়াটিকের অঙ্গপ্রতিষ্ঠান বিজ্ঞাপন সংস্থা ‘গুড কোম্পানি’। কেন বাংলাদেশে জিফাইভ বন্ধ হতে চলেছে এর পিছনে এখনো পর্যন্ত যুক্তিযুক্ত কারণ পাওয়া যায়নি। তবে অনেকে মনে করছেন, এটা ব্যবসায়িক সিদ্ধান্ত। একটি বার্তায় এই সংস্থা শুধুমাত্র জানিয়েছে, বাংলাদেশে আর জিফাইভের স্ট্রিমিং সার্ভিস থাকছে না। এতদিন বাংলাদেশকে বিনোদন দিতে পেরে খুবই আনন্দিত। একটা সময় ভারতের ওটিটি প্ল্যাটফর্ম জিফাইভ বাংলাদেশকে উপহার দিয়েছে ‘লেডিজ এন্ড জেন্টলম্যান’, ‘ঠান্ডা’, ‘কন্ট্রাক্ট’, ‘যদি কিন্তু তবুও’, ‘মাইনকার চিপায়’ এর মতো দুর্দান্ত কনটেন্ট। এবার প্রশ্ন উঠছে, যারা অগ্রিম সাবস্ক্রিপশন নিয়ে রেখেছিলেন তাদের ক্ষেত্রে কি হবে? এক্ষেত্রে জিফাইভ সাবস্ক্রাইসশন অনুযায়ী সেই পরিমাণ অতিরিক্ত অর্থ রিফান্ড করবে।
অনেকে মনে করছেন, জিফাইভ হয়ত কাঙ্খিত সাড়া জাগাতে পারেননি তাই বাংলাদেশ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে। বাংলাদেশে যখন জিফাইভ আসে তখন তার লক্ষ্য ছিল গোটা বিশ্বে বাংলা কনটেন্টকে ছড়িয়ে দেওয়া। জিফাইভ একের পর এক বহু বাংলা কনটেন্ট উপহার দিয়েছে। কিন্তু দুঃখের বিষয় নতুন বছরের জানুয়ারির মাঝামাঝি সময় থেকে বাংলাদেশে আর এই প্ল্যাটফর্মে কোনো কনটেন্ট দেখা যাবে না।
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম