নতুন রেকর্ড গড়বেন ভারতীয় ক্রিকেটাররা, ইতিহাস লিখবে ভারত!

।। প্রথম কলকাতা ।।

রবিবার বিশ্বকাপ অভিযানে নামছে রোহিতবাহিনী। চেন্নাইয়ে চিদাম্বরাম স্টেডিয়ামে পাঁচবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারত। এই ম্যাচ নিয়ে ভারতীয় সমর্থকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। তবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে নামার আগে একাধিক রেকর্ডের সামনে ভারতীয় দল। চলতি বিশ্বকাপে একাধিক কীর্তি গড়তে পারেন ভারতীয় ক্রিকেটারেরা। গড়তে পারেন নতুন নতুন রেকর্ড।

প্রথমত, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি শতরান করার হাতছানি রোহিত শর্মার সামনে। এই মুহূর্তে শচিনের সঙ্গে যুগ্ম ভাবে প্রথম স্থানে রয়েছেন তিনি। দুজনেরই বিশ্বকাপে সেঞ্চুরি সংখ্যা ৬। আর একটি শতরান করলেই মাস্টার-ব্লাস্টারকে টপকে যাবেন তিনি। দ্বিতীয়ত, শচিন টেন্ডুলকরকে টপকে ওডিআই ক্রিকেটে সবচেয়ে বেশি শতরানের মালিক হতে পারেন কোহলি। আর তিনটি শতরান করলেই বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ৫০টি শতরানের মালিক হতে পারেন কোহলি।

তৃতীয়ত, ওয়ানডে ক্রিকেটে এক ক্যালেন্ডার বর্ষে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ার হাতছানি শুভমন গিলের সামনে। আর ৬৬৫ রান করলেই সেই নজির গড়বেন তিনি। তালিকায় শীর্ষে রয়েছেন শচীন টেন্ডুলকার, যার রান সংখ্যা ১৮৯৪। চতুর্থত, বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি উইকেট শিকারি হতে চলেছেন মহম্মদ শামি। রেকর্ড গড়তে তাঁর প্রয়োজন আর ১৩টি উইকেট। তালিকায় শীর্ষে রয়েছেন জাহির খান এবং জাভাগল শ্রীনাথ। দুজনেরই ৪৪টি করে উইকেট রয়েছে।

এছাড়াও ভারতীয় দলের সামনে রয়েছে এক নয়া ইতিহাস লেখার হাতছানি। যদি রোহিত শর্মারা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হতে পারেন, তবে এই প্রথম দ্বিতীয় বার কোনও আয়োজক দেশ ট্রফি ঘরে তুলবে। এর আগে ২০১১ সালে ভারত নিজেদের দেশের মাটিতে ট্রফি জিতেছিল। আন্তর্জাতিক ক্রিকেটে সবথেকে বেশি ছক্কার মালিক হতে পারেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক। আর মাত্র তিনটে ছক্কা হাঁকালেই তিনি ৫৫৪টি ওভার বাউন্ডারির মালিক হবেন। আন্তর্জাতিক ক্রিকেটে ক্রিস গেইল মোট ৫৫৩টি ছক্কা হাঁকিয়েছেন।

পাশাপাশি একদিনের ক্রিকেটে তিনি এখনও পর্যন্ত ২৯২টি ছক্কা হাঁকিয়েছেন। আর আটটা ছক্কা হাঁকাতে পারলেই তিনি ৩০০ ছক্কার মালিক হবেন। বিশ্বের তৃতীয় ক্রিকেটার হিসেবে রোহিতের সামনে এই রেকর্ড কায়েম করার সুযোগ রয়েছে। ২০১৩ সালের পর থেকে তো টিম ইন্ডিয়া কোনও আইসিসি খেতাবও জিততে পারেনি। এই পরিস্থিতিতে রোহিত শর্মার অধিনায়কত্বে আরও একবার ২০১১ ইতিহাসের পুনরাবৃত্তি দেখতে পাওয়া যাবে। সেই অপেক্ষাতেই দিন গুনছেন ভারতীয় ক্রিকেট সমর্থকেরা।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version