।। প্রথম কলকাতা ।।
Ukraine: ভারতকে ‘বিশ্বগুরু’ বলে অভিহিত করল ইউক্রেন। পাশাপাশি যুদ্ধ-বিধ্বস্ত ইউরোপীয় দেশের সংকট তুলে ধরতে জি২০ (G20) সভাপতিত্ব ব্যবহার করে ইউক্রেনের কর্মকর্তাদের আমন্ত্রণ করার জন্য নয়া দিল্লিকে আহ্বান জানিয়েছে ইউক্রেন। ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা (Emine Dzhaparova) বলেছেন, সেপ্টেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলনে ভাষণ দিতে পেরে “খুশি” হবেন প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বর্তমানে ৩০ নভেম্বর ২০২৩ পর্যন্ত এক বছরের জন্য G20 এর সভাপতিত্বে রয়েছে ভারত।
জাপারোভা মঙ্গলবার বলেছেন, G20 সভাপতিত্বের মাধ্যমে, G20 ইভেন্ট এবং প্রধান শীর্ষ সম্মেলনে ইউক্রেনীয় কর্মকর্তাদের আমন্ত্রণ জানিয়ে ইউক্রেনের সঙ্কটের দিকে মনোযোগ দিতে পারে ভারত। তিনি বলেন, “আমাদের প্রত্যাশা বেশ স্পষ্ট। আমরা বিশ্বাস করি যে ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রতিক্রিয়া নিয়ে আলোচনা ছাড়া অর্থনীতি ও ভবিষ্যত অর্থনীতি এবং বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা সম্ভব নয়।”
তিনি আরও বলেন, “কারণ এটি অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং G20-এর অর্থনীতিতে প্রভাব ফেলে। সুতরাং, ভারতের কাছে আমাদের বার্তা হল G20-এর ইভেন্টগুলিতে ইউক্রেনের আধিকারিকদের অংশগ্রহণের বিষয়টি বিবেচনা করা, তা পার্শ্ব-ইভেন্ট হোক বা শীর্ষ সম্মেলন। সেপ্টেম্বরের শীর্ষ সম্মেলন যা নয়াদিল্লিতে অনুষ্ঠিত হবে। আমি বিশ্বাস করি যে আমার রাষ্ট্রপতিও ইউক্রেনের জনগণের পক্ষে কথা বলতে পেরে খুশি হবেন।”
এমিন জাপারোভা আরও বলেন, “আজ, ভারত বিশ্বে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। G20-এর সভাপতিত্ব অতিরিক্ত দায়িত্ব নিয়ে আসে। ভারত ইউক্রেনকে তার এজেন্ডায় অন্তর্ভুক্ত করে এবং ইউক্রেনকে তার গল্প আনতে সাহায্য করে এই নেতৃত্ব দিতে পারে। মানুষ থেকে মানুষে যোগাযোগ যোগাযোগের সর্বোত্তম উপায়।”
গত বছরের ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউরোপীয় দেশটিতে আক্রমণ করার পর থেকে জাপারোভা হলেন ইউক্রেনের প্রথম উচ্চপদস্থ আধিকারিক যিনি ভারত সফর করছেন। এমিন জাপারোভা ভারতকে ‘বিশ্বগুরু’ (বিশ্বের আধ্যাত্মিক পরামর্শদাতা) বলে অভিহিত করেছেন এবং ইউক্রেন সংকটে “বৃহত্তর ভূমিকা” নেওয়ার জন্য নয়াদিল্লিকে আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, “আমরা ভারতের ভূমিকাকে ‘বিশ্বগুরু’ হিসেবে দেখি… কখনো কখনো আমাদের এমন দেশ আছে যারা প্রেম ও বন্ধুত্বের পরিবর্তে যুদ্ধ বেছে নেয়। ‘বিশ্বগুরু’ হিসেবে ভারত আরও বড় ও বৃহত্তর ভূমিকা পালন করতে পারে। আমরা যুদ্ধের সমাধানের প্রচেষ্টাকে স্বাগত জানাই।”
#WATCH |"We respect decision of sovereign country, India to build up relations with other countries…but there should be consideration of pragmatic approach.Being with Russia is on being the wrong side of history…":Deputy Minister of Foreign Affairs of Ukraine Emine Dzhaparova pic.twitter.com/sDI0RFCrMZ
— ANI (@ANI) April 11, 2023
খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়
সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম