Oscars 2023: ‘ভারত উচ্ছ্বসিত এবং গর্বিত’, অস্কার জয়ের জন্য আরআরআর ও দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স-কে অভিনন্দন প্রধানমন্ত্রীর

।। প্রথম কলকাতা ।।

 

Oscars 2023: গর্বিত ভারতবাসী! এটি আমাদের সকলের জন্য একটি গর্বের মুহূর্ত কারণ আমরা মর্যাদাপূর্ণ অস্কার ২০২৩-এ একটি নয় বরং দুটি ট্রফি জিতেছে ভারত। এসএস রাজামৌলির আরআরআর মুভির গান ‘নাটু নাটু’ সেরা অরিজিনাল সিং বিভাগে শিরোপা জিতেছে। অন্যদিকে কার্তিকি গনসালভেস এবং গুনীত মঙ্গার দ্য ‘এলিফ্যান্ট হুইস্পারার্স’ ডকুমেন্টারি সেরা স্বল্পদৈর্ঘ্যের শিরোপা ছিনিয়ে নিয়েছে।

 

দেশবাসীর সঙ্গে গর্বিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে আরআরআর টিমকে অভিনন্দন জানিয়েছেন এবং লিখেছেন, “অসাধারণ! ‘নাটু নাটু’-এর জনপ্রিয়তা বিশ্বব্যাপী। এটি এমন একটি গান যা আগামী বছরের জন্য মনে থাকবে। এই মর্যাদাপূর্ণ সম্মানের জন্য @mmkeeravaani, @boselyricist এবং সমগ্র দলকে অভিনন্দন। ভারত উচ্ছ্বসিত ও গর্বিত।”

অন্য একটি টুইটে প্রধানমন্ত্রী লিখেছেন, “এই সম্মানের জন্য @আর্থস্পেকট্রাম, @গুনিতম এবং ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-এর পুরো দলকে অভিনন্দন। তাদের কাজটি টেকসই উন্নয়ন এবং প্রকৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ জীবনযাপনের গুরুত্বকে বিস্ময়করভাবে তুলে ধরে।”

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিনও আরআরআর এবং ‘দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স’-কে অভিনন্দন জানিয়েছেন। তিনি টুইটারে লিখেছেন, “#NaatuNaatu #অস্কার জেতা প্রথম ভারতীয় ও এশিয়ান গান হয়ে ইতিহাস সৃষ্টি করেছে। অভিনন্দন এই অসাধারণ কৃতিত্বের জন্য @mmkeeravaani garu, চন্দ্রবোস, রাহুল সিপলিগঞ্জ এবং কালা ভৈরব, @ssrajamouli, @tarak9999, @AlwaysRamCharan এবং পুরো দল।”

অন্য টুইটে তিনি লেখেন, “#অস্কার জেতার জন্য কার্তিকি গনসালভেস এবং @গুনিতমকে অভিনন্দন। একটি ভারতীয় প্রোডাকশনের জন্য প্রথম অস্কার নিয়ে আসা দুই মহিলার জন্য জেগে ওঠার চেয়ে ভাল খবর আর নেই৷ #দ্য এলিফ্যান্ট হুইস্পারার্স-এর চলমান গল্পটি (sic) পাওয়া সমস্ত প্রশংসার দাবিদার।”

Exit mobile version