Asia Mixed Team Championships 2023: মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে ভারত

।। প্রথম কলকাতা ।।

১৬ ফেব্রুয়ারী দুবাইয়ে মালয়েশিয়াকে হারিয়ে গ্রুপ টপার হিসেবে এশিয়া মিক্সড টিম ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের কোয়ার্টার ফাইনালে উঠেছে ভারত। এদিন ভারতের তারকা শাটলার পি ভি সিন্ধু এবং এইচ এস প্রণয় তাদের নিজ নিজ একক ম্যাচে জয় পেয়েছেন। চ্যাম্পিয়নশিপের ‘বি’ গ্রুপে ভারত মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, কাজাখস্তানের সঙ্গে ছিল। তারা এর আগে কাজাখস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫-০ ব্যবধানে জয় পেয়েছে।

 

এইচ এস প্রণয় তাদের গ্রুপ ‘বি’-এর শেষ ম্যাচে বিশ্বের চার নম্বর জি জিয়া লির বিরুদ্ধে কঠোর লড়াই করেন। এক ঘণ্টা ১০ মিনিটের লড়াইয়ে ১৮-২১, ২১-১৩, ২৫-২৩ গেমে জয়লাভ করেন। অন্যদিকে পি ভি সিন্ধু মাত্র ৩৪ মিনিটের লড়াইয়ে মহিলাদের এককে নিম্ন র‌্যাঙ্কের লিং চিং ওংকে ২১-১৩, ২১-১৭ গেমে পরাজিত করেন এবং ভারতকে ২-০তে এগিয়ে দেন।

 

কিন্তু পুরুষদের ডাবলসে ধ্রুব কপিলা এবং চিরাগ শেঠি জুটি অ্যারন চিয়া এবং সোহ উয়িকের জুটির কাছে ১৬-২১, ১০-২১ গেমে পরাজিত হয়। এবং মালয়েশিয়া স্কোরলাইন ১-২ করে। এরপর কমনওয়েলথ গেমসের চ্যাম্পিয়ন ট্রিসা জলি এবং গায়ত্রী গোপীচাঁদ পার্লি টান এবং থিনাহ মুরালিথারান্টোকে ২৩-২১, ২১-১৫ গেমে পরাজিত করেন। এবং ভারতকে ৩-১ লিড দেন।

 

শেষবেলায় ঈশান ভাটনগর এবং তানিশা ক্র্যাস্টো চেন তাং জি এবং তোহ ই ওয়েইকে ২১-১৯, ১৯-২১ এবং ২১-১৬-এ পরাজিত করে ৪-১ ব্যবধানে ভারতের জয় নিশ্চিত করেন। এর আগে কাজাখস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয় ভারত।

Exit mobile version