Cyclone Migzaum: ভারত-বাংলাদেশে আছড়ে পড়বে মিগজাউম ? ফুটছে সাগর, ম্যাসিভ পরিবর্তন, কতটা রিস্কে বাংলা

।। প্রথম কলকাতা ।।

Cyclone Migzaum: দৈত্যের গতিতে আছড়ে পড়বে মিগজাউম? ফুঁসছে সাগর, ভারত বাংলাদেশে সাঙ্ঘাতিক এফেক্ট? সাইক্লোনিক সার্কুলেশন তৈরির সিস্টেম শুরু। বাংলার কোন কোন জেলা রেড অ্যালার্টে? মিগজাউম আসার আগেই আবহাওয়ার ম্যাসিভ পরিবর্তন। সামনের ৭২ ঘন্টায় ট্রেলার? শীতের মাঝে ঝড় বৃষ্টি শুরু কবে? দুই বাংলায় টেনশন বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মিগজাউম। ব্যাক টু ব্যাক ঘূর্ণাবর্ত। তছনছ হবে কোন কোন দেশ? কোথায় কোথায় মিগজাউম এর ফাঁড়া? মিগজাউম যথেষ্ট পাওয়ারফুল হতে পারে বলে প্রাথমিক পূর্বাভাসে জানানো হয়েছে।আশঙ্কা করা হচ্ছে ভারত, বাংলাদেশ এবং মায়ানমারের উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। ফলে ওড়িশা, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে প্রতিকূল আবহাওয়ার আশঙ্কা তৈরি হতে পারে। এখনও পর্যন্ত মৌসম ভবনের তরফে সরাসরি কিছু জানানো হয়নি।

আগেও পূর্বাভাস ছিল, মিগজাউম এর বড়সড় এফেক্ট পড়ার চান্স দক্ষিণবঙ্গে। দক্ষিণের জেলাগুলোতে ও উত্তরবঙ্গের একাংশে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিছু জেলায় বইতে পারে ঝোড়ো দমকা হাওয়া। ঘূর্ণিঝড়ের চেহারা নিলে এই ‘নিরক্ষীয় ঝঞ্ঝা’ -র নাম হবে ‘মিগজাউম’। ২৭ নভেম্বর মানে সোমবার থাইল্যান্ড উপসাগর থেকে একটি পাওয়ারফুল সিস্টেম বঙ্গোপসাগরে প্রবেশ করবে। সেই শক্তিশালী ঘূর্ণাবর্তটা ক্রমশ উত্তর পশ্চিমদিকে এগিয়ে আরও বেশি শক্তি সঞ্চয় করবে। ২৯ নভেম্বর শক্তি বাড়িয়ে সেই ঘূর্ণাবর্তটি ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ২ রা ডিসেম্বর পশ্চিমবঙ্গ লাগোয়া ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে।

তাই আপাতত, ২৯ নভেম্বর ঘূর্ণাবর্তটা ঘূর্ণিঝড়ের চেহারা নেয় কিনা, সেদিকেই নজর রাখছেন আবহবিদরা। মনে করিয়ে দিই, পশ্চিমবঙ্গ ও ওড়িশা একেবারে কান ঘেঁষে বেঁচে গেলেও ঘূর্ণিঝড় ‘মিধিলি’-র দাপটে ক্ষতিগ্রস্ত হয়েছে বাংলাদেশ। সেই রেশ মেলাতে না মেলাতেই এবার ‘মিগজাউম’-র আশঙ্কা। যদিও এখনও পর্যন্ত বড়সড় বিপর্যয়ের আশঙ্কা একরকম নেই বললেই চলে। সুতরাং এখনই চিন্তার কোনও কারণ নেই। তবে বর্ষা-পরবর্তী সময়ে সার্বিক ভাবে ভারত মহাসাগর ও নির্দিষ্ট ভাবে বঙ্গোপসাগরে যে ভাবে ঘূর্ণিঝড় দানা বাঁধছে, সেই বিষয়টা আবহবিদদের কাছে খুব একটা সুবিধার ঠেকছে না। যেমন শুধু মিগজাউম নয়, তার আগে ফেস করতে হবে আরেক ঘূর্ণাবর্ত‌ নিম্নচাপ।

ভারতীয় মৌসম ভবনের তরফে জানানো হয়েছে, শনিবার দক্ষিণ আন্দামান সাগর ও সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হতে চলেছে। যা রবিবার নিম্নচাপে পরিণত হবে। সেই এফেক্টে রবি এবং সোমবার আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। হাতেগোনা কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া, এর বেগ পৌঁছে যেতে পারে ৬৫ কিমিতে।তাহলে কী ঝড় বৃষ্টির মাঝেই হুরমুড়িয়ে নামবে তাপমাত্রা? দেখার মতো পারদ পতন ঘটবে? পূর্বাভাস বলছে, বাংলায় শীতের অনুকূল পরিস্থিতি থাকলেও পাকাপাকিভাবে এখনই জাঁকিয়ে শীত নয়, বলছেন আবহবিদরা। ফলে আপাতত পুরো ফোকাস থাকছে মিগজাউম এর উপরেই।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version