Car Washing Business: বাড়ছে গাড়ির ব্যবহার, কার ওয়াশিংয়ের ব্যবসা হতে পারে ভালো ইনকাম সোর্স

।। প্রথম কলকাতা ।।

Car Washing Business: সময় বাঁচানোর জন্য বর্তমানে অধিকাংশ মানুষেরই গাড়ির ব্যবহার বৃদ্ধি পেয়েছে। কিন্তু সময়ের অভাবে সেই গাড়িকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সব সময় হয়ে ওঠে না। তাই ভরসা করতে হয় বাইরের কার সার্ভিসিং সেন্টারগুলির (Car Servicing Center) উপরেই। সেখানে গিয়েই গাড়ি ধুয়ে মুছে একেবারে চকচকে করে বাড়িতে নিয়ে আসা হয়। অবশ্যই বদলে দিতে হয় টাকা। বর্তমানে তাই এই বিষয়টিকে কেন্দ্র করে ছোট বড় বহু গাড়ি ধোয়ার ব্যবসা (Car Washing Business) শুরু হয়েছে। যা দ্রুততার সাথে জনপ্রিয়তাও লাভ করেছে।

শহরাঞ্চলে এর চাহিদা তুলনামূলকভাবে অনেকটাই বেশি। আর তার থেকেও বড় কথা হল এই গাড়ি ধোয়ার ব্যবসায় কোন রকম ঝুঁকি থাকে না। তাই প্রয়োজনীয় জিনিসপত্র কেনার জন্য পুঁজি বিনিয়োগ করলেই ব্যবসা দাঁড় করানো সম্ভব হয়। খুব বেশি হলে প্রয়োজন হয় দু তিনজন কর্মচারীর। একটা সফল গাড়ি ধোয়ার ব্যবসা দাঁড় করানোর জন্য কী কী করতে হবে আপনাকে ? চলুন জেনে নেওয়া যাক এই প্রতিবেদন থেকে।

পুঁজি : এই ব্যবসা শুরু করার জন্য খুব কম করে হলেও আপনাকে দশ থেকে পঁচিশ হাজার টাকা বিনিয়োগ করতে হবে। তবে আধুনিক অটোমেটিক গাড়ি ধোয়ার মেশিন কিনে যদি এই ব্যবসা আপনি শুরু করতে চান সে ক্ষেত্রে বিনিয়োগ করতে হবে ২ লক্ষ থেকে ৪ লক্ষ টাকা পর্যন্ত । অটোমেটিক মেশিনের (Automatic Machine) মাধ্যমে গাড়ি ধোয়ায় লাভের পরিমাণ যে অনেকটাই বেশি তা বলাই বাহুল্য।

কীভাবে শুরু করবেন গাড়ি ধোয়ার ব্যবসা ?

যেদিকে বিশেষ সাবধান থাকতে হবে :

আপনি গাড়ি ধোয়ার ব্যবসা করবেন বলে ঠিক করেছেন কিন্তু সে ক্ষেত্রে আপনাকে বেশ কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। যেমন নিজের কর্মচারীদের প্রথমে উপযুক্ত ট্রেনিং দিতে হবে। গাড়ি পরিষ্কার করার ক্ষেত্রে কোন রকম তাড়াহুড়ো করা যাবে না। ভালোভাবে গাড়ি পরিষ্কার না করলে সেই গ্রাহক আপনি হারাতে পারেন। এই ব্যাপারটা মাথায় রাখতে হবে। আপনার কার ওয়াশিং সেন্টারে যদি অটোমেটিক মেশিন থাকে তাহলে সেই মেশিনের যান্ত্রিক গোলযোগ যাতে না হয় এই বিষয়টিতে নজর রাখা প্রয়োজন। তাতে কাজে বিলম্ব হতে পারে। কোনভাবে গাড়ি পরিষ্কার করার সময় দামি গাড়ির ক্ষতি হলে আপনাকে ক্ষতি পূরণ দিতে হতে পারে।

গাড়ি ধোয়ার ব্যবসা কতটা লাভজনক (Profitable) ?

চারচাকা গাড়ি কিংবা বাইক ধোয়ার ক্ষেত্রে পৃথক পৃথক দাম রয়েছে। কোথাও একটি গাড়ি ধোয়ার জন্য ২৫০ থেকে ৩০০ টাকা নেওয়া হতে পারে। আবার একেবারে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত কার ওয়াশিং সেন্টার গুলিতে সেই দাম বেড়ে দাঁড়ায় ৪৫০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। তাই ঘরে সারাদিনে যদি দশটা গাড়ি ধুয়ে পরিষ্কার করা যায় তাহলে কম করে হলেও দুই থেকে আড়াই হাজার টাকা রোজগার করার সুযোগ থাকছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version