Soap making business: আয় ভালোই, কম পুঁজিতে সাবান তৈরির ব্যবসা কিভাবে শুরু করবেন?

।। প্রথম কলকাতা ।।

Soap making business: নিত্য প্রয়োজনীয় জিনিসের মধ্যে কাপড় কাচার সাবান একটি অতিপ্রয়োজনীয় জিনিস। পরিষ্কার পরিচ্ছন্ন জামা কাপড়ের জন্য কাপড় কাচার সাবান অত্যন্ত উপযোগী। এই ব্যবসাটি শুরু করতে গেলে কি কি জিনিসপত্রের প্রয়োজন হতে পারে, কেমন ভাবে সাবান তৈরি করবেন সে সম্পর্কে জেনে নিন।

যে যে কাঁচামালের প্রয়োজন হবে সেগুলি হল,

সোডা পাউডার, ২০ – ২৫ টাকা প্রতি কিলোগ্রাম।

ডলোমাইট পাউডার, ৩-৫ টাকা প্রতি কিলোগ্রাম

এ ও এস , ৪০ – ৬০ টাকা প্রতি কিলোগ্রাম।

রং, ৫ টাকা- ১০ টাকা প্রতি কিলোগ্রাম।

পলিমার, ৫০ – ৬০ টাকা প্রতি কিলোগ্রাম।

পারফিউম, ৬০০ ৮০০ টাকা প্রতি কিলোগ্রাম।

মিক্সার মেশিন, মিক্সার মেশিনে ডলোমাইট পাউডার, সোডা পাউডার অ্যাসিড ঘোল ইত্যাদি একসাথে মেশানোর কাজ করে থাকে। সোপ মেকিং ডাই, এর সাহায্যে আপনি যে সাবানটি বানাবেন তার আকার আকৃতি দিতে পারেন।

কাপড় ধোয়ার সাবান বানানোর জন্য সম্পূর্ণ মেশিন বসিয়ে কম করে ২ লাখ – ২.৫ লাখ টাকা পর্যন্ত খরচা হতে পারে। একবার যদি আপনি মেশিন কিনে নেন তাহলে অনেকদিন পর্যন্ত সেই মেশিনের সাহায্যে আপনি ব্যবসাটি করতে পারবেন।

অনেকেই কাপড় কাচার জন্য সাবান ব্যবহার করে থাকেন। আর তাই আপনি এর মার্কেটে চাহিদা অনুসারে অনায়াসেই ব্যবসাতে শুরু করতে পারেন। কাপড় ধোয়ার এই সাবান বানানোর জন্য সমস্ত রকমের জিনিসপত্র বিভিন্ন পাইকারি মার্কেট থেকে কিনে নিতে পারেন যা আপনার এলাকার কাছের বাজার থেকেই পাবেন। এছাড়াও বিভিন্ন অনলাইন ট্রেডিং সাইডের মাধ্যমে কিনতে পারেন।

আমরা সবাই জানি যে কোনো ব্যবসা করতে গেলে কিছু না কিছু লাইসেন্স এবং রেজিস্ট্রেশনের প্রয়োজন পড়ে। যদি আপনি কোনো উদ্যোগ নিয়ে থাকেন তাহলে এই ব‍্যাবসা চালু করার জন্য আইনত রূপে আপনাকে চালু করতে হবে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version