Pitru Paksha 2023: এই উপায়ে তর্পণ বা পিন্ডদান ছাড়ায় সন্তুষ্ট করতে পারবেন পূর্বপুরুষদের!

।। প্রথম কলকাতা ।।

Pitru Paksha 2023: তর্পণ বা পিন্ডদান ছাড়ায় সন্তুষ্ট করতে পারবেন পিতৃপক্ষকে। তুলসী গাছের সাহায্যে কাজটি করলেই ফল পাবেন তর্পণ বা পিণ্ডদানের সমান। বাড়ি থেকে দূর হবে সব অশুভ শক্তি। আশীর্বাদ পাবেন পূর্বপুরুষদের। সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে আপনার পরিবার। পিতৃপক্ষ চলাকালীনই করতে হবে এই কাজ। কি করবেন? জেনে নিন।

এবছর, ২৯ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে পিতৃপক্ষ। যা ১৪ অক্টোবর পর্যন্ত থাকবে। বিশ্বাস করা হয়, তর্পন বা পিন্ডদানের মাধ্যমে পূর্বপুরুষরা মোক্ষ লাভ করে থাকেন। পাশাপাশি অন্ন-জল পেয়ে তৃপ্ত পূর্বপুরুষদের আশীর্বাদে পরিবারের সদস্যদের কল্যাণ হয় ও পিতৃদোষ থেকে মুক্তি পাওয়া যায়। কিন্তু কোনও ব্যক্তি যদি পূর্বপুরুষদের উদ্দেশে তর্পণ, পিণ্ডদান করতে না-পারে, তা হলে এই কাজ করতে পারেন। এর ফলে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তর্পণ বা শ্রাদ্ধের সমান ফল পাওয়া যায়। পিতৃপক্ষ শেষ হওয়ার আগে যে কোনও দিন এই উপায় করা যেতে পারে।

শিব পুরাণ অনুযায়ী শ্রাদ্ধ পক্ষের সময়ে বাড়ির যে কোনও সদস্য তুলসী গাছের পাশে একটি বাটি রেখে দিন। তার পর হাতে গঙ্গাজল নিয়ে ৫ বা ৭ বার পূর্বপুরুষদের নাম স্মরণ করে বাবা বিশ্বনাথের নাম নিয়ে সেই বাটিতে ধীর গতিতে জলটি ছেড়ে দিন। তার পর জোড় হাতে নমস্কার করুন। বাটিতে থাকা গঙ্গাজলটি কোনও গাছে ঢেলে দিতে বা বাড়িতে ছিটয়ে দিতে পারেন। এই উপায় করলে বাড়ি থেকে নেতিবাচক শত্তি সমাপ্ত হয়। তর্পণ ও পিণ্ডদানের সমান ফল পেতে পারেন এবং পূর্বপুরুষরাও মোক্ষ লাভ করবেন। তবে মনে রাখবেন পিতৃপক্ষের সময়ে রবিবার ও একাদশী বাদ দিয়ে যে কোনও দিন এই উপায় করা যেতে পারে। এছাড়াও পিতৃপুরুষদের খুশি করার আরো বেশ কিছু নিয়ম রয়েছে।

প্রতিদিন সকালে সূর্যকে জলের অর্ঘ্য দেওয়া শুভ। সূর্যকে জলের অর্ঘ্য দেওয়ার পর দক্ষিণ দিকে মুখ করে পূর্বপুরুষদের ধ্যান করে জল নিবেদন করুন। এর ফলে তাঁদের আত্মা শান্তি পায়।

এছাড়াও, ভোরবেলা হলুদ মেশানো জল দিয়ে বাড়ির প্রবেশদ্বার ধোয়া উচিত। এর ফলে পরিবারে বসবাসকারী সদস্যদের উন্নতি হবে এবং অর্থাভাব থাকবে না।

পিতৃপক্ষের সময়ে পাখি দের দানা শস্য খাওয়ান। এর ফলে পুণ্য লাভ করা যায়। পাশাপাশি পরিবারে শান্তি বজায় থাকে এবং পূর্বপুরুষরাও তৃপ্ত হন।

পিতৃপক্ষ ও অন্যান্য সময়ে একটি বাটিতে জল ভরে তাতে রুটির টুকরো ভরে ছাদে রেখে দিন। এর ফলে বাড়িতে ইতিবাচক শক্তি সঞ্চারিত হবে। এর ফলে পূর্বপুরুষদের আত্মা শান্তি লাভ করে।

এই নিয়মগুলি মানলে, তর্পণ বা পিন্ডদান না করেও পূর্ব পুরুষদের সন্তুষ্ট করা যায়। আশীর্বাদ পাওয়া যায় পূর্ব পুরুষদের। যার ফলস্বরূপ সুখ সমৃদ্ধিতে ভরে ওঠে পরিবার।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version