National Science Day: অতীতে ‘বিজ্ঞানে মহিলা’ থেকে ‘প্রযুক্তির ভবিষ্যৎ’, এবারে জাতীয় বিজ্ঞান দিবসের থিম কী ?

।। প্রথম কলকাতা ।।

National Science Day: সারা দেশজুড়ে ২৮ ফেব্রুয়ারি পালিত হয় ন্যাশনাল সায়েন্স ডে বা জাতীয় বিজ্ঞান দিবস ( National Science Day)। প্রতিবছর এই দিনটিকে কেন্দ্র করে বিভিন্ন অনুষ্ঠান পরিকল্পনা করা হয়। জনগণের উদ্দেশ্যে ভাষণ থেকে শুরু করে রেডিও ও টেলিভিশন প্রোগ্রাম, বিজ্ঞানভিত্তিক সিনেমা, বিজ্ঞান প্রদর্শনী এমনকি ডিবেট ও কুইজেরও আয়োজন করা হয়। দিনটিকে উদযাপন করা হয় এই ধরনের কর্মকাণ্ডের মধ্যে দিয়েই। ভারতীয় বিজ্ঞানী সি ভি রামনের (C. V. Raman) আবিষ্কৃত ‘রামন এফেক্টে’র (Raman Effect) আবিষ্কারকের চিরস্মরণীয় করে রাখার জন্য দিনটি জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করা হয়েছিল ১৯৮৭ সালে।

প্রতিবছরই এই দিনটি উদযাপিত হয় ভারতে। আর তার জন্য একটি নির্দিষ্ট থিম বাছাই করা হয়। ২০২৩ সালে জাতীয় বিজ্ঞান দিবসের থিম হতে চলেছে ‘সার্বজনীন কল্যাণে বিশ্বব্যাপী বিজ্ঞান’। ভারতের স্বনামধন্য নোবেল জয়ী বিজ্ঞানী সি ভি রামনের আবিষ্কারকের শ্রদ্ধা জানাতে ২৮ ফেব্রুয়ারি এই দিনটি পালন করা হয় জাতীয় বিজ্ঞান দিবস। মূলত এই দিনটি উদযাপন করা হয় সাধারণ মানুষকে বিজ্ঞান ও তার প্রয়োগের গুরুত্ব সম্পর্কে সচেতন করার জন্য, তাদের সহজভাবে বোঝানোর জন্য। ন্যাশনাল কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজি কমিউনিকেশন ১৯৮৬ সালে ভারত সরকারের কাছে ২৮ ফেব্রুয়ারিকে জাতীয় বিজ্ঞান দিবস হিসেবে ঘোষণা করার আর্জি জানিয়েছিল।

ভারত সরকার সেই প্রস্তাব গ্রহণ করে এবং পরের বছর অর্থাৎ ১৯৮৭ সালেই প্রথম জাতীয় বিজ্ঞান দিবস পালন করা হয়। প্রতিবছরই বিজ্ঞানের বিভিন্ন দিককে তুলে ধরা হয় জাতীয় বিজ্ঞান দিবসের থিমের (Theme) মাধ্যমে। যেমন ২০১৯ সালে ২৮ ফেব্রুয়ারির থিম ছিল ‘জনগণের জন্য বিজ্ঞান ও বিজ্ঞানের জন্য জনগণ ‘। ২০২০ সালে থিম ছিল ‘বিজ্ঞানে মহিলারা’। ২০২১ সালের জাতীয় বিজ্ঞান দিবসের থিম ছিল ‘ভারতের বিজ্ঞান ও প্রযুক্তির ভবিষ্যৎ’। আর চলতি বছরের থিমের মাধ্যমে বিশ্বব্যাপী বিজ্ঞানের যে প্রসার এবং তা সর্বসাধারণের কল্যাণের জন্য কীভাবে ব্যবহৃত হচ্ছে সেই বিষয়টি ভিত্তি করে নির্ধারণ করা হয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version