Tripura Assembly Election: জোটে জট ত্রিপুরাতে, কংগ্রেসের প্রার্থী ঘোষণা বামেদের আসনেও

।। প্রথম কলকাতা ।।

Tripura Assembly Election: ত্রিপুরার বিধানসভা নির্বাচনের আর কয়েকটা মাত্র দিন বাকি রয়েছে। ইতিমধ্যেই প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তেমনি প্রার্থী ঘোষণা করা হয়েছে কংগ্রেস এবং বামেদেরও। প্রথমে যদিও ত্রিপুরায় (Tripura) বামেরা প্রার্থী তালিকা ঘোষণা করে। ৬০ আসন বিশিষ্ট ত্রিপুরা বিধানসভায় ৪৭ টি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করেছিল বামেরা। ১৩ টি আসন তাঁরা রেখেছিল কংগ্রেসের জন্য। শুক্রবার কংগ্রেসের তরফ থেকে ত্রিপুরা বিধানসভার প্রার্থীদের তালিকা ঘোষণা করা হয়। আর সেখানে দেখা দেয় সমস্যা।

কংগ্রেস ১৩ টি আসনে নয় বরং প্রার্থীর নাম ঘোষণা করে মোট ১৭ টি আসনে। অর্থাৎ যে চারটি আসনে বামেরা (CPIM Candidates) নাম ঘোষণা করেছে প্রার্থীদের সেই আসনে আবারও প্রতিদ্বন্দ্বী হিসেবে কংগ্রেস প্রার্থীদের (Congress Candidates) নাম ঘোষণা করা হয়েছে। অন্যদিকে বিজেপির তরফ থেকেও ত্রিপুরা বিধানসভা নির্বাচনের জন্য প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করা হয়েছে। কংগ্রেসের আশিস কুমার সাহা ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার বিরুদ্ধে লড়াই করবেন। বিধানসভা নির্বাচনে তিনি টাউন বড়দোয়ালি কেন্দ্রের প্রার্থী হয়েছেন। এদিকে আগরতলা থেকে কংগ্রেসের হয়ে লড়বেন সুদীপ রায় বর্মণ। কৈলাসহরে কংগ্রেসের প্রার্থী হয়েছেন বিরাজিৎ সিনহা।

উল্লেখ্য, সুদীপ রায় বর্মণ এবং আশিস সাহা দুজনেই প্রথমে কংগ্রেসে ছিলেন। কিন্তু তারপর তাঁরা বিজেপিতে যোগদান করেন। তবে গত বছরেই গেরুয়া শিবির ত্যাগ করে নিজের পুরনো দলে ফিরে আসেন সুদীপ এবং আশিস। বিগত বছরে আগরতলায় যে উপনির্বাচন হয় সেখানেও কংগ্রেসের প্রতীকে জয়লাভ করেন সুদীপ রায় বর্মণ। কিন্তু আশিস সাহা টাউন বড় দোওয়ালিতে মানিক সাহার বিরুদ্ধে পরাজিত হন। এদিকে বামেদের তরফ থেকে বড়জালা কেন্দ্রে সুদীপ সরকার, পাবিয়াছাড়া কেন্দ্রে সমীরণ মালাকার এবং মজিলিশপুর কেন্দ্রে মানিক দেকে প্রার্থী করা হয়েছে। রাধাকৃষ্ণ পুড়ে আসন আরএসপিকে ছেড়ে দেওয়া হয়েছে। আর ওই চারটি কেন্দ্রেই কংগ্রেস নিজেদের প্রার্থী ঘোষণা করেছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version