Taslima Nasreen: ‘এলন মাস্ককে বেশ ভালো লাগে ‘, কেন এমন বললেন তসলিমা?

।। প্রথম কলকাতা।।

Taslima Nasreen: এলন মাস্ক বড়ই পছন্দের তাঁর। এতটাই পছন্দের যে সোজা সোশ্যাল মিডিয়ায় সেই কথা জানিয়ে দিলেন লেখিকা তসলিমা নাসরিন। স্পেস এক্স, টেসলা এবং ট্যুইটারের কর্ণধারকে নিয়ে তাঁর এমন মন্তব্য হইচই ফেলে দিয়েছে নেট দুনিয়ায়। ফের আবারও সংবাদপত্রের শিরোনামে চলে এসেছেন তসলিমা। কিন্তু প্রশ্ন, হঠাৎ কেন এই ধরনের মন্তব্য করলেন তিনি?

শুক্রবার ট্যুইটারে লেখিকা লেখেন, “আমার এলন মাস্ককে ভালো লাগে”। হঠাৎই যা দেখে চমকে উঠেছেন নেটিজেনরা। তবে তাঁর কথায়, ‘আমার তাঁকে ভালো লাগে, শুধু তাঁর প্রচুর টাকা রয়েছে বলে নয়। ওঁর হাসিটা খুব সুন্দর। সেই কারণেই আমার ওঁকে ভালো লাগে’। ট্যুইটারে ভীষণ সক্রিয় লেখিকা। দুনিয়ায় ঘটতে থাকা নিত্যনতুন সমস্ত বিষয় নিয়ে নিজের মতামত রেখে থাকেন তিনি। এবার তাঁর বক্তব্য, ট্যুইটারের বর্তমান মালিককে তাঁর ভীষণ ভালো লাগে। তা দেখে সারাহ নামের এক নেটিজেন লেখেন, ‘উনি হ্যান্ডসাম। সত্যিই মিলিয়ন ডলার স্মাইল ওঁনার। তবে আমার মতে ওঁনার মধ্যে মানবিকতা নেই’।

পরবর্তীতে আরেকজন লিখেছেন, ‘আমার মনে হয় ওই হাসিটাই শুধু ভালো। যা স্ট্র্যাটিজি নিচ্ছেন, তাতে অন্য কিছু ভালো বলে মনে হয় না’। আরেকজন ট্যুইটার ব্যবহারকারী শুধু লিখেছেন ‘নো’। অন্যদিকে পাল্টা তাসলিমা একজনকে প্রশ্ন করেন, এহেন মন্তব্যের কারণ কী? তাতে নেট নাগরিক উত্তর দেন, ‘সুন্দর হাসির আড়ালে উনি যেসব কাজ করে চলেছেন, সেটা কোনওভাবেই ঠিক নয়। হাসির মাহাত্ম্যকে ফিকে করে দিচ্ছে এই কাজকর্ম’। বলতে গেলে এদিন তসলিমার পোস্ট ঘিরে হইচই পড়ে যায় চারিদিকে।

গত ২৭ অক্টোবর ট্যুইটারের মালিক হন মাস্ক। ৪৪ বিলিয়ন ডলার খরচ করে মাইক্রোব্লগিং সাইটটি কিনেছেন তিনি। তারপর তাঁকে ঘিরে শুরু হয়েছে নানা বিতর্ক। বদলাতে চলেছে ট্যুইটার অ্যাকাউন্ট পাওয়ার পদ্ধতি। টাকা দিলেই মিলবে ব্লু টিক। ভেরিফায়েড অ্যাকাউন্ট নিতে গেলে সেই দিতে হবে টাকা। তাঁর একের পর এক এহেন সিদ্ধান্তকে সমর্থন করছেন না অনেকেই। আর এর মধ্যে লেখিকার পোস্ট সকলকে অবাক করে দিয়েছে।

 

খবরে থাকুন, ফলো করুন আমাদের সোশ্যাল মিডিয়ায়

সব খবর সবার আগে, আমরা খবরে প্রথম

Exit mobile version